Relationship Tips: পার্টনারকে পদে পদে সব মনে করাতে হয়? সম্পর্ক ভেঙে খানখান হয়ে যাবে! কী বড় ভুল করছেন জানেন?
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Relationship Tips: আমরা নিজের অজান্তেই আবেগতাড়িত হয়ে এই সমস্ত কাজ করতে থাকি আর তখনই সম্পর্কে তিক্ততার প্রকাশ পায়। তাই আপনার মধ্যেও যদি থাকে এই প্যারেন্টিং পার্টনারের গুণাবলি, তাহলে আজই সতর্ক হয়ে যান।
advertisement
1/9

আপনি কি প্যারেন্টিং রিলেশনশিপে রয়েছেন? বুঝবেন কোন উপায়ে? দু'টো মানুষ যখন সম্পর্কে থাকে, তখন বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট তৈরি হয়। একে অপরের যত্ন নেওয়া, খেয়াল রাখা, এগুলোতে আবেগ আরও ঘন, গভীর হয়। (রিপোর্টার- পিয়া গুপ্তা, ছবি- প্রতীকী)
advertisement
2/9
তবে অতিরিক্ত যত্ন আবার বিরক্তির কারণ হয়ে ওঠে, যার পোশাকি নাম প্যারেন্টিং পার্টনার। এর উপসর্গগুলি কী? কীভাবে বুঝবেন আপনার সঙ্গী একজন প্যারেন্টিং পার্টনার? অথবা আপনিও হতে পারেন।
advertisement
3/9
উত্তর দিনাজপুরের মনোবিদ ডক্টর রঞ্জন দাস জানান, আপনাকে কি সঙ্গীকে প্রতিমুহূর্তে মনে করিয়ে দিতে হয় কখন জল খাবে, কখন ওষুধ খাবে, কখন অফিসের মিটিংয়ে বসবে, সব কিছু মনে করিয়ে দিতে হয় সঙ্গীকে?
advertisement
4/9
সঙ্গীর সমস্ত খরচ দিতে হয় আপনাকে? অথচ আপনি কেমন আছেন বা আপনি কী ভাবছেন সেটা বোঝার চেষ্টা করে না সঙ্গী। আর সেই কারণে আপনি তাকে বোঝানো বন্ধ করে দিয়েছেন নিজের কথা।
advertisement
5/9
এগুলো প্যারেন্টিং পার্টনারের লক্ষণ। এইভাবে সম্পর্ক বয়ে নিয়ে চলতে থাকলে সঙ্গী কোনওদিনই ম্যাচিওর হবে না। এবং আপনাকেও আপনার সমস্ত প্রয়োজন ও আবেগ ত্যাগ করতে হবে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য।
advertisement
6/9
একটা সময় আপনি ক্লান্ত হয়ে পড়বেন নিজের আবেগের ভার বইতে বইতে। প্রেমে পড়ার সময়, সঙ্গীর সমস্ত কিছু খেয়াল রাখার বিষয়টা আপনাকে মুগ্ধ করতে পারে। কিন্তু পরবর্তীকালে ওই একই বিষয়গুলি আপনাকে দ্বন্দ্বে ফেলবে।
advertisement
7/9
তাই সতর্ক থাকুন। নিজের আবেগ সম্পর্কে জানুন। সেই বুঝে সম্পর্ক তৈরি করুন। একটি রোমান্টিক সম্পর্কে মধ্যস্থতা করতে গিয়ে আমরা আমাদের অজান্তেই অদ্ভুত আচরণ প্রদর্শন করে থাকি।
advertisement
8/9
যেমন আমাদের সঙ্গীকে তার কাজের কথা মনে করিয়ে দেওয়া হোক অথবা সে কোন খাতে কত টাকা খরচ করবে তা পরিচালনা করা অথবা যে কোনও বিষয়ে তাদের আবেগ সম্পর্কে অতিরিক্ত সতর্ক হওয়া।
advertisement
9/9
আমরা নিজের অজান্তেই আবেগতাড়িত হয়ে এই সমস্ত কাজ করতে থাকি আর তখনই সম্পর্কে তিক্ততার প্রকাশ পায়। তাই আপনার মধ্যেও যদি থাকে এই প্যারেন্টিং পার্টনারের গুণাবলি, তাহলে আজই সতর্ক হয়ে যান।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Relationship Tips: পার্টনারকে পদে পদে সব মনে করাতে হয়? সম্পর্ক ভেঙে খানখান হয়ে যাবে! কী বড় ভুল করছেন জানেন?