Biscuit: বাংলা, ইংরেজি তো অনেক হল, বিস্কুটকে দেশের অতি জনপ্রিয় ভাষায় কী বলে?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বিস্কুট একটি ইংরেজি শব্দ৷ বাংলায়ও সাধারণত বিস্কুটকে বিস্কুটই বলে৷ শুধু শিক্ষিতরা নয়, অজ্ঞরাও বিস্কুটকে বিস্কুট বলে।
advertisement
1/8

সকালে ঘুর থেকে উঠে বেড টি-র সঙ্গে বিস্কুট খাওয়ার চল রয়েছে৷ অনেকে আবার চা না খেলেও, খালি পেটে বিস্কুটও খায়৷ এমনকী খুব খিদে পেলে, হাতের সামনে কিছু না থাকলে, বিস্কুটেও খিদে মেটান অনেকে৷
advertisement
2/8
শিশুদেরও বিস্কুট খাওয়ানো হয়৷ দুধের মধ্যে বিস্কুট ডুবিয়ে খেতে তারা খুব পছন্দ করে৷ বিশেষ করে বিস্কুট দুধে ডুবিয়ে দিলে তা নরম হয়ে যায়৷ ফলে নরম বিস্কুট খেতে সুবিধা হয় শিশুদের৷
advertisement
3/8
অনেকেই অফিসে টিফিন নিয়ে যান এবং তাতে বিস্কুটও থাকে৷ তাড়াতাড়ি ১ বা ২ বিস্কুট যেখানে-সেখানে খেয়ে নেওয়া সহজ৷ কারণ দীর্ঘক্ষণ খালি পেট রাখতে নিষেধ করেন চিকিৎসকরা৷
advertisement
4/8
এসব কারণে বাজারে বিস্কুটের ব্যাপক চাহিদা রয়েছে। সেরা জলখাবার আইটেম হিসাবে পরিচিত৷ নতুন নতুন স্বাদ এবং নতুন নতুন রূপে মেলে বিস্কুট। প্লেইন বিস্কুট, ক্রিম বিস্কুট, ডাইজেসটিভ বিস্কুট, ড্রাই ফ্রুট বিস্কুট, প্রোটিন বিস্কুট.. আরও অনেক রকমের রয়েছে।
advertisement
5/8
বিস্কুট একটি ইংরেজি শব্দ৷ বাংলায়ও সাধারণত বিস্কুটকে বিস্কুটই বলে৷ শুধু শিক্ষিতরা নয়, অজ্ঞরাও বিস্কুটকে বিস্কুট বলে।
advertisement
6/8
হিন্দির মতো জনপ্রিয় ভাষায় বিস্কুটকে ওই একই নামে সম্বোধন করা হয়৷ তবে দেশের অন্য একটি জনপ্রিয় ভাষা তেলুগুতে বিস্কুটকে কী বলে জানেন?
advertisement
7/8
হিন্দির মতো জনপ্রিয় ভাষায় বিস্কুটকে ওই একই নামে সম্বোধন করা হয়৷ তবে দেশের অন্য একটি জনপ্রিয় ভাষা তেলুগুতে বিস্কুটকে কী বলে জানেন?
advertisement
8/8
তাছাড়া তেলুগুতে বিস্কুটকে চাক্কিলামুও বলা হয়। কিন্তু আমরা কেউই তাদের এই নামে ডাকি না। চলতি ফিরতি ভাবে তেলুগুতেও বিস্কুটকে বিস্কুটই বলা হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Biscuit: বাংলা, ইংরেজি তো অনেক হল, বিস্কুটকে দেশের অতি জনপ্রিয় ভাষায় কী বলে?