Oil For Weight Loss: চকচকে এই তেলে রয়েছে মেগা ম্যাজিক! ঝপঝপ কমবে ওজন! 'ওয়েলি ফুডে'ও শরীর ছিপছিপে, সুন্দরী!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Reduce Fat: তাঁদের মেটাবলিজম শক্তিশালী থাকে। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যার ফলে খিদে কমে যায়। এই কারণেই এটি ওজন কমাতেও সাহায্য করে।
advertisement
1/7

অবিশ্বাস্য, তেল খেয়েও কমবে ওজন৷ শুনে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না৷ কিন্তু এটাই সত্যি৷
advertisement
2/7
ওজন কমাতে অনেক কিছু করছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছেনা। তাহলে একবার নারকেল খেয়ে দেখতে পারেন। এই উপায় বাতলে দিয়েছেন পুষ্টিবিদ রুকসানা ইরানি।
advertisement
3/7
ওজন কমাতেও নারকেল খাওয়া যায়। এতে পাওয়া ভিটামিন এবং মিনারেল স্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি ওজন কমাতে সাহায্য করতে পারে।
advertisement
4/7
যারা প্রতিদিন নারকেল খান, তাঁদের মেটাবলিজম শক্তিশালী থাকে। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যার ফলে খিদে কমে যায়। এই কারণেই এটি ওজন কমাতেও সাহায্য করে।
advertisement
5/7
আপনিও যদি আপনার ওজন কমানোর চেষ্টা করেন, তাহলে আপনি আপনার ডায়েটে নারকেল অন্তর্ভুক্ত করতে পারেন।
advertisement
6/7
এটি সঠিকভাবে খেলে বেড়ে যাওয়া ওজন কমাতে সাহায্য করতে পারে। আপনি যদি ওজন কমানোর চেষ্টা করেন, তাহলে প্রতিদিন সকালে খালি পেটে নারকেল জলও খেতে পারেন।
advertisement
7/7
আপনি চাইলে এর জলে লেবুর রস মিশিয়েও খেতে পারেন। সকালে খালি পেটে এটি খেলে আপনার শরীর সারাদিনের জন্য শক্তি পাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Oil For Weight Loss: চকচকে এই তেলে রয়েছে মেগা ম্যাজিক! ঝপঝপ কমবে ওজন! 'ওয়েলি ফুডে'ও শরীর ছিপছিপে, সুন্দরী!