TRENDING:

Weight Loss In Thyroid: 'থাইরয়েড' হয়েছে? কিছুতেই ওজন কমছে না? টেনশন ছাড়ুন, এই কয়েকটা খাবারেই ওজন কমবে ঝটপট

Last Updated:
থাইরয়েড (হাইপোথাইরয়েডিজম)-এ ওজন কমানো সত্যিই খুব কষ্টসাধ্য! থাইরয়েড হলে মেটাবলিজম কমে যায়, ফলে হজমের সমস্যা হয়, ওজন বাড়ে ঝটপট এবং তা কমতে চায় না। মেটাবলিজম-এর হার কমে গেলে ব্লাড প্রেশার ও কোলেস্টেরল-ও বেড়ে যেতে পারে
advertisement
1/9
'থাইরয়েড' হয়েছে? কিছুতেই ওজন কমছে না? টেনশন ছাড়ুন, এই কয়েকটা খাবারেই ওজন কমবে ঝটপট
থাইরয়েড একটি গ্রন্থি, যা আমাদের গলায় শ্বাসনালীর সামনের দিকে থাকে। এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। যেমন বিপাকক্রিয়া, শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা, বুদ্ধির বিকাশ, বয়ঃসন্ধির লক্ষণ, মহিলাদের ক্ষেত্রে ঋতুচক্র, গর্ভধারণ
advertisement
2/9
থাইরয়েড (হাইপোথাইরয়েডিজম)-এ ওজন কমানো সত্যিই খুব কষ্টসাধ্য! থাইরয়েড হলে মেটাবলিজম কমে যায়, ফলে হজমের সমস্যা হয়, ওজন বাড়ে ঝটপট এবং তা কমতে চায় না। মেটাবলিজম-এর হার কমে গেলে ব্লাড প্রেশার ও কোলেস্টেরল-ও বেড়ে যেতে পারে।
advertisement
3/9
কিন্তু থাইরয়েডে আক্রান্ত হলেও ওজন কমানো মোটেই অসম্ভব নয়! গবেষণায় দেখা গিয়েছে, এই কয়েকটা খাবার ঘুরিয়ে-ফিরিয়ে খেলে থাইরয়েড থাকা সত্ত্বেও সহজেই ওজন কমানো যায়! পাতে রাখবেন কোন-কোন খাবার?
advertisement
4/9
ফাইবার জাতীয় খাবার খান-- থাইরয়েড রোগীদের ওজন কমাতে প্রচুর পরিমাণে ফাইবার খাওয়া উচিত। ফাইবার হজমশক্তি উন্নত করে,শরীর থেকে তাড়াতাড়ি দূষিত পদার্থ বার করে দেয়। ফল,ডাল, সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে।
advertisement
5/9
সেলেনিয়ামে সমৃদ্ধ খাবার খান-- সেলেনিয়াম এমন একটি মিনারেল যা TSH হরমোন ক্ষরণ করে। সেলেনিয়াম সমৃদ্ধ খাবার শরীর থেকে ফ্রি র‍্যাডিক্যাল বার করে দেয়, ফলে ওজন বাড়ে না। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, সেলেনিয়াম শরীরের ইম্যিউনিটি বাড়ায়। বাদাম, সার্ডিন মাছ, ডিম ও নানা দানা শস্যে সেলেনিয়াম থাকে।
advertisement
6/9
আয়োডিন খাওয়া বাড়িয়ে দিন-- সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বের ১/৩ জনসংখ্যা আয়োডিনের অভাবে ভোগেন। আয়োডিন শরীরে থাইরয়েড গ্ল্যান্ডের কার্যকারিতা সঠিক রাখে। কাজেই থাইরয়েড থাকলে ডায়েটে বেশি করে আয়োডিন রাখুন, যাতে থাইরয়েড গ্ল্যান্ড বেশি পরিমাণে TSH হরমোন ক্ষরণ করতে পারে। নুন, মাছ, দুগ্ধজাত খাবার, ডিমে আয়োডিন থাকে।
advertisement
7/9
কার্বোহাইড্রেট ও চিনি খাবেন না-- এমন খাবার খান যা ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় না, পাতে রাখুন সেই সমস্ত খাবার যাদের গ্লাইসেমিক ইনডেক্স কম। মিষ্টি খাওয়ার অভ্যাসে রাশ টানা প্রয়োজন।
advertisement
8/9
নরম পানীয় খাবেন না-- এতে যে পরিমাণ ক্যালোরি থাকে, তা অল্প সময়েই ওজন বাড়ায়।
advertisement
9/9
মাথায় রাখুন, ওজন কমাতে চাইলে পর্যাপ্ত ঘুম প্রয়োজন। বেশ কিছু গবেষণা বলছে, ঘুমের অভাব স্থূলতার কারণ হতে পারে। থাইরয়েড রোগীদের ওজন কমাতে চাইলে শরীরচর্চা করা বাধ্যতামূলক। পুল আপ কিংবা পুশ আপও করতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weight Loss In Thyroid: 'থাইরয়েড' হয়েছে? কিছুতেই ওজন কমছে না? টেনশন ছাড়ুন, এই কয়েকটা খাবারেই ওজন কমবে ঝটপট
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল