TRENDING:

Weekend Trip: ৫০ টাকায় সোজা 'মলদ্বীপ'! কলকাতার কাছেই ভাসমান কটেজে সঙ্গীর সঙ্গে রাত্রিযাপন, সপ্তাহান্তে ঘুরে আসুন, রইল ঠিকানা

Last Updated:
Weekend Trip: মলদ্বীপে রঙিন ভাসমান কুঁড়েঘরের ছবি অনেকেই নিশ্চয়ই দেখেছেন, এরকম ঘর তৈরি করা হয়েছে জলের উপর বিশেষ ভাসমান কটেজ। 
advertisement
1/7
৫০ টাকায় সোজা 'মলদ্বীপ'! ভাসমান কটেজে সঙ্গীর সঙ্গে রাত্রিযাপন, ঘুরে আসুন
*শীতের মরসুমে টাকিতে পাবেন মালদ্বীপের অনুভূতি। শীতের সময় দু-একদিন কলকাতার কাছে পিঠে ঘুরতে কে না চায়। মহানগর কলকাতার পাশেই ভ্রমণের অন্যতম জায়গা ভারত বাংলাদেশ সীমান্ত শহর টাকি। ইছামতি নদীর তীরে সীমান্ত শহর টাকিতে এবার মালদ্বীপের অনুভূতি পাবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। প্রতিবেদনঃ জুলফিকার মোল্লা। ফাইল ছবি।
advertisement
2/7
*টাকির পর্যটন মানচিত্রে সৌন্দর্যের পালক উন্মোচন। মালদ্বীপে রঙিন ভাসমান কুঁড়েঘরের ছবি অনেকেই নিশ্চয়ই দেখেছেন, এরকম ঘর তৈরি করা হয়েছে জলের উপর বিশেষ ভাসমান কটেজ। ফাইল ছবি।
advertisement
3/7
*ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ঐতিহাসিক পর্যটনকেন্দ্র টাকিতে বরাবরই পর্যটকদের একটা আলাদা আকর্ষণ থাকে। টাকি পর্যটন কেন্দ্রে এবার নতুন পালক জুড়ল। মালদ্বীপের অনুকরণে জলের উপর কটেজ নির্মিত হয়েছে। ফাইল ছবি।
advertisement
4/7
*তবে চাইলেও আপনি কয়েকদিনের জন্য সময় কাটাতেও পারেন। ভারত- বাংলাদেশ সীমান্ত বরারবর ইছামতী নদীর তীরে গড়ে উঠেছে ছোট বড়ো অনেকগুলি হোটেল। হোটেল ভাড়া শুরু ১০০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত। ফাইল ছবি।
advertisement
5/7
*ট্রেনে শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে প্রায় ২ ঘণ্টার সময়ের ব্যবধানে পৌঁছে যাবেন টাকি স্টেশন। সেখান থেকে টোটোতে পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন ইছামতি নদীর তীরে ছোট্ট শহর টাকী। ফাইল ছবি।
advertisement
6/7
*প্রথমেই আপনার চোখে পড়বে ইছামতী নদীর ওপারের কিনারায় বাংলাদেশের দৃশ্যপট। পরপর টাকি পূবের বাড়ি, রাজবাড়ী, ম্যানগ্রোভ অরণ্যাবৃত মিনি সুন্দরবন, আবার ইছামতী নদীবক্ষে বাংলাদেশের সাতক্ষীরা জেলার গা ঘেঁষে যেতে পারেন ইছামতি কালিন্দী ও বিদ্যাধরী তিন নদীর মোহনা, ৪০০ বছরের পুরনো জমিদার বাড়ি। ফাইল ছবি।
advertisement
7/7
*টাকি পর্যটন কেন্দ্রের নতুন পালক জুড়ল মালদ্বীপ রিসোর্ট অ্যান্ড হোটেল। এখানে জলের পাশে একটি খোলা রিসর্টে থাকার সময় মালদ্বীপের অনুভূতি নিতে পারেন। শুধু তাই নয়, এই মিনি মালদ্বীপের ব্যাকওয়াটারের সুন্দর দৃশ্য আপনাকে মন্ত্রমুগ্ধ করবে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: ৫০ টাকায় সোজা 'মলদ্বীপ'! কলকাতার কাছেই ভাসমান কটেজে সঙ্গীর সঙ্গে রাত্রিযাপন, সপ্তাহান্তে ঘুরে আসুন, রইল ঠিকানা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল