TRENDING:

Weekend Trip: প্রতিটি ইট বিরল এক ইতিহাসের সাক্ষ্মী! দিনেও ছমছমে পরিবেশ, বসন্তে ঘুরে আসুন বোলপুরের 'এই' জমিদার বাড়ি

Last Updated:
Weekend Trip: বীরভূমের বোলপুরের এই জমিদারবাড়ির বয়স প্রায় ২৫০ বছর। আনুমানিক প্রথম ১৫০ বছর এই বাড়ি বাসযোগ্য ছিল। ১৭৪০ সালে চন্দ্রকোনা থেকে নিজের পরিবার এবং ১ হাজার তাঁতিকে নিয়ে বোলপুরে বসতি গড়েন জমিদার লালচাঁদ সিংহ।
advertisement
1/5
প্রতিটি ইট ইতিহাসের সাক্ষ্মী! দিনেও ছমছমে পরিবেশ, বসন্তে ঘুরে আসুন বোলপুরের এই জমিদার বাড়ি
*বসন্তের ভরা আকাশে সপ্তাহের শেষে বীরভূম ভ্রমণ আসবেন মনে করছেন। তাহলে আপনি অবশ্যই ঘুরে আসতে পারেন রায়পুর রাজবাড়ি থেকে। সময়ের ঘষা লেগে ফিকে হয়ে গিয়েছে জৌলুস। অবশিষ্ট যা পড়ে রয়েছে, তা খানাখন্দে ভরা ইতিহাস। শান্তিকেতনে আশ্রম প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা ছিল বোলপুরের রায়পুর জমিদারবাড়ি বা রাজবাড়ির।
advertisement
2/5
*বীরভূমের বোলপুরের এই জমিদারবাড়ির বয়স প্রায় ২৫০ বছর। প্রশাসনিক নথি ঘাঁটলে দেখা যাবে, আনুমানিক প্রথম ১৫০ বছর এই বাড়ি বাসযোগ্য ছিল। ১৭৪০ সালে চন্দ্রকোনা থেকে নিজের পরিবার এবং এক হাজার তাঁতিকে নিয়ে বোলপুরে বসতি গড়েন জমিদার লালচাঁদ সিংহ।
advertisement
3/5
*তার ঠিক ৪০ বছর পর, ১৭৮০ সালে লালচাঁদের ছেলে শ্যামকিশোর সিংহ জমিদারবাড়ি তৈরিতে হাত দেন। যে জমির উপর বাড়ি তৈরি হয়, সেটিকে নিয়ে আশপাশে প্রায় ৬০-৭০ বিঘা জমি ছিল তাঁদের। তার মধ্যে পাঁচ থেকে ছ’টি পুকুর ছিল। এখনও বেশ কয়েকটি পুকুর রয়েছে।
advertisement
4/5
*রায়পুর জমিদারবাড়ির সঙ্গে দেবেন্দ্রনাথের সংযোগ খুঁজে পেয়েছেন গবেষকরাও। ৭০ দশকে ছাত্রাবস্থায় দেবেন্দ্রনাথের ওই ঘর নিয়ে গবেষণা করেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন। ঘরের দেওয়ালে কিছু কিছু লেখা এবং দেবেন্দ্রনাথের স্বাক্ষর ছিল বলে জানান তিনি। কিন্তু বর্তমানে সে সবের লেশমাত্র নেই। ঘরটি এখন প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।
advertisement
5/5
*একসময় বহু সিনেমার শুটিং হয়েছে, তার মধ্যে অন্যতম মৃণাল সেনের "খণ্ডহর" সিনেমা। সময়টা তখন ১৯৮৪ সাল আজ থেকে প্রায় ৪০ বছর আগে বোলপুরের অদূরে রায়পুর রাজবাড়িতে খণ্ডহর ছবির শ্যুটিং করেছিলেন বিখ্যাত চিত্রনাট্য পরিচালক মৃণাল সেন।বোলপুরের রায়পুর রাজবাড়িতে নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমিদের নিয়ে খণ্ডহর চলচ্চিত্রের শ্যুটিং করেছিলেন প্রখ্যাত পরিচালক।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: প্রতিটি ইট বিরল এক ইতিহাসের সাক্ষ্মী! দিনেও ছমছমে পরিবেশ, বসন্তে ঘুরে আসুন বোলপুরের 'এই' জমিদার বাড়ি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল