TRENDING:

Weekend Trip: আর যেতে হবে না উত্তরবঙ্গে, কলকাতার কাছেই রয়েছে 'মিনি ডুয়ার্স'! গেলেই মন-প্রাণ জুড়িয়ে যাবে, উইকেন্ডে ঘুরে আসুন

Last Updated:
Weekend Trip: কলকাতার কাছেই এক ঘণ্টার দূরত্বে এই সবুজে ঘেরা নির্জন জায়গাটি শহুরে ব্যস্ততা থেকে মুক্তি দিতে এক দিনের ভ্রমণের জন্য দারুণ।
advertisement
1/5
আর যেতে হবে না উত্তরবঙ্গে, কলকাতার কাছেই রয়েছে 'মিনি ডুয়ার্স'! গেলেই মন-প্রাণ জুড়িয়ে যাবে
দক্ষিণেরডুয়ার্স হাওড়া'য়! কলকাতা'র খুব কাছেই ডুয়ার্স। নিরিবিলি নির্জন সবুজের চাদরে মোড়া জায়গা। এই স্থানে পৌঁছলে মনে পড়বে ডুয়ার্স এর স্মৃতি। সবুজ ঘেরা প্রকৃতির জঙ্গল, যেন এক টুকরো উত্তরবঙ্গ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
আর যেতে হবে না উত্তরবঙ্গে, কলকাতার কাছেই রয়েছে 'মিনি ডুয়ার্স'! গেলেই মন-প্রাণ জুড়িয়ে যাবে
এখানে পাহাড় আর হাতি নেই। কিন্তু প্রকৃতির নির্ভেজাল সৌন্দর্য রয়েছে এখানে। আর এই সৌন্দর্য মিলিয়ে দেয়, বাংলা'র উত্তরের-দক্ষিণ। সবুজ ঘেরা প্রকৃতি যেন এখানে উজাড় করে দিয়েছে তাঁর রূপ। প্রকৃতিপ্রেমীদের এখন পছন্দের সেরা ঠিকানা এটি।
advertisement
3/5
এখানকার প্রাকৃতিক সৌন্দর্যর কথা শুনলেই, এখানে আসার মন চাইবে। ভাবছেন, কিভাবে আসবেন মিনি ডুয়ার্স? হাওড়ার গ্রাম ও শহরের মধ্যবর্তী স্থান। কলকাতা থেকে সহজ যোগাযোগ ব্যবস্থা, মাত্র ১-১:৩০ ঘন্টা'য় পৌঁছে যেতে পারবেন এখানে। আর হাওড়া স্টেশন থেকে কয়েকটি স্টেশন পার হলেই আপনার গন্তব্য। ট্রেন থেকে নামলেই পৌঁছে যাবেন মিনি ডুয়ার্স।
advertisement
4/5
স্টেশনে প্রবেশের আগে থেকেই অনুভব করতে পারবেন ডুয়ার্সের প্রকৃতি।ঝালুয়ারবেড় স্টেশনে নেমে যেদিক তাকাবেন চারিদিক সবুজ আর সবুজ। আর পাবেন স্নিগ্ধ বাতাস আর পাখিদের কলরব। নির্জন জঙ্গলের মাঝে ছোট্ট একটা স্টেশন। যে স্টেশনে সারাদিনে নির্দিষ্ট কয়েকটা সময় ট্রেন এসে দাঁড়ায়, গুটি কয়েক যাত্রী ওঠা- নামা করে এখানে। স্টেশন থেকে বেরোলেই গ্রামে পৌঁছে যাবার সরু পিচের রাস্তা।
advertisement
5/5
গ্রামের নিরিবিলি নির্জন স্থান হাওড়া আমতা শাখার একটি স্টেশন। স্টেশন সংলগ্ন চাষাবাদী জমি আর চতুর্বে দিকে বড় গাছের বন। অল্প কয়েক বছরে ঝালুয়ারবেড় স্টেশন অন্যমাত্রায় জনপ্রিয়তা পেয়েছে। যদিও এটি কোন পর্যটন কেন্দ্র নয়, কয়েক বছর আগে পর্যন্ত এখানে সেভাবে মানুষের আসা যাওয়া সেভাবে ছিলনা। কিন্তু গত কয়েক বছরে প্রাকৃতিক সৌন্দর্যর টানে বিভিন্ন স্থান থেকে প্রকৃতি প্রেমী মানুষ আসছে। ব্যস্ত শহুরে জীবনের মানুষের কাছে এখানে কয়েক ঘণ্টা কাটান মুহূর্ত অন্যরকম অভিজ্ঞতা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: আর যেতে হবে না উত্তরবঙ্গে, কলকাতার কাছেই রয়েছে 'মিনি ডুয়ার্স'! গেলেই মন-প্রাণ জুড়িয়ে যাবে, উইকেন্ডে ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল