লং উইকেন্ড ট্রিপ প্ল্যান করছেন? ঘুরে আসতে পারেন 'মোগলমাড়ি', দেড় হাজার বছরের প্রাচীন দু’টি বৌদ্ধবিহার
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
একদিকে যেমন ইতিহাস গবেষকদের কাছে অন্যতম ক্ষেত্র তেমনই ছাত্র-ছাত্রীদের কাছে এক অন্যতম ডেস্টিনেশন। বা কেউ সপ্তাহ শেষে কোথাও থেকে ঘুরে আসার প্ল্যান করলে তাদের কাছে এক অন্যতম জায়গা দাঁতনের মোগলমারী বৌদ্ধবিহার
advertisement
1/7

ঘুরতে যেতে ভালবাসেন? ইতিহাসের সঙ্গে মেখে থাকুন সারাটা দিন। ঘুরে দেখুন মাটির নিচে চাপা পড়ে যাওয়া ইতিহাস। জানুন এককালের কাহিনী।
advertisement
2/7
কলকাতার খুব কাছে জেলার এই ঐতিহ্য। যা শুধু জেলার মানুষের কাছে এক গর্বের নয়, গোটা দেশের এই ইতিহাসের সাক্ষী। কলকাতার খুব কাছে এই ইতিহাস ক্ষেত্র।
advertisement
3/7
একটা ঢিবি খননের ফলে আত্মপ্রকাশ পায় ইতিহাসের এই অন্যতম নিদর্শন। যা কালের নিয়মে মাটির তলায় চাপা পড়ে গিয়েছে। মাটি থেকে উৎখণনের পর পরিচিতি লাভ করে মোগলমারী বৌদ্ধবিহার।
advertisement
4/7
একদিকে যেমন ইতিহাস গবেষকদের কাছে অন্যতম ক্ষেত্র তেমনই ছাত্র-ছাত্রীদের কাছে এক অন্যতম ডেস্টিনেশন। বা কেউ সপ্তাহ শেষে কোথাও থেকে ঘুরে আসার প্ল্যান করলে তাদের কাছে এক অন্যতম জায়গা দাঁতনের মোগলমারী বৌদ্ধবিহার।
advertisement
5/7
রাজা বিক্রমাদিত্যের কন্যা সখীসেনার অধ্যয়নের জায়গা ছিল এটি। সেখান থেকে এই নাম এসেছে বলে মনে করা হয়। মোগলমারির এই প্রত্নক্ষেত্র একটি পাঠশালা বলে মনে করা হয়।
advertisement
6/7
আজ সখীসেনার পাঠশালার সকল জনশ্রুতির দ্বিধা দ্বন্দ্বকে দূরে সরিয়ে উত্তর-পূর্ব ভারতে অবস্থিত অন্যান্য বৃহৎ ও প্রাচীন বৌদ্ধ স্থাপত্যগুলির মধ্যে এটি অন্যতম।
advertisement
7/7
ঢিবির পূর্ব ও পশ্চিম দিকে পাওয়া যায় নকশাযুক্ত ইট দ্বারা সুসজ্জিত দেওয়াল, স্টাকো পলেস্তারা যুক্ত দেওয়াল, বৌদ্ধ ভিক্ষুদের থাকার কুঠুরি। উদ্ধার হয় খণ্ড বিখণ্ড বুদ্ধের মূর্তিও।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
লং উইকেন্ড ট্রিপ প্ল্যান করছেন? ঘুরে আসতে পারেন 'মোগলমাড়ি', দেড় হাজার বছরের প্রাচীন দু’টি বৌদ্ধবিহার