Weekend Trip: ভুলে যান দিঘা-পুরী! মাত্র ১৫০০ টাকায় বেড়িয়ে আসুন কলকাতার কাছেই নির্জন সমুদ্র সৈকত থেকে, মন ভাল হয়ে যাবে
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Weekend Trip: পুজোর ভিড় এড়িয়ে নির্জনতা এবং শান্তির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য সেরা বিকল্প হলো গোবর্ধনপুর সমুদ্র সৈকত। এটি বঙ্গোপসাগরের কোলে অবস্থিত একটি মনোরম স্থান।
advertisement
1/6

নির্জন সমুদ্র সৈকতের সঙ্গে জঙ্গল ও মিউজিয়াম দেখতে ঘুরে আসুন জি-প্লট। পাথরপ্রতিমার শেষ প্রান্তে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত এই দ্বীপ আপনাকে স্বর্গীয় অনুভুতি দেবে। নির্জনতা ভাল বাসলে আপনার জন্য সবথেকে ভাল অপশান হল জি-প্লটের গোবর্ধনপুর সমুদ্র সৈকত। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
এই সমুদ্র সৈকতে ভিড় তেমন নেই, এছাড়াও জায়গাটি নিরাপদ। সমুদ্রের হাওয়া আপনার শীতল অনুভূতি দেবে। পুজোয় ভিড়-ভাট্টার হাত থেকে রেহাই পেতে এই জায়গার বিকল্প আর নেই।
advertisement
3/6
সুন্দরবনের অপরূপ শোভা থেকে শুরু করে সমুদ্র সৈকত সবই পাবেন এখানে। গোবর্ধনপুরের সমুদ্র সৈকত প্রায় ১৫ কিলোমিটার লম্বা ও ১০ কিলোমিটার চওড়া। বিস্তীর্ণ সমুদ্র সৈকতে খেলাও করতে পারবেন আপনি।
advertisement
4/6
এই দ্বীপে স্থানীয়ভাবে তৈরি একটি প্রত্নতাত্বিক মিউজিয়াম আছে। গোবর্ধনপুরের বাসিন্দা বিশ্বজিৎ সাউ নিজের উদ্যোগে এই মিউজিয়াম করেছেন। যা দেখতে খুবই সুন্দর। এখানে অনেক প্রত্নবস্তু আছে। এই জায়গাটিও ঘুরে দেখতে পারেন আপনি।
advertisement
5/6
এখানে চারিদিকে রয়েছে ঝাউবন। একেবারে কোলাহলহীন পরিবেশবান্ধব সমুদ্রতটে একবার আপনি পৌঁছে গেলে আর ফিরে আসতে চাইবেন না। এর অপরূপ শোভা আপনাকে মুগ্ধ করবেই। এখানের সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অপরূপ।
advertisement
6/6
এই বেলাভূমিতে যাওয়ার সময় আপনার চোখে পড়বে গরান, সুন্দরী, হেতালের জঙ্গল। এই দ্বীপে পৌছাতে হল আপনাকে শিয়ালদহ স্টেশন থেকে কাকদ্বীপ স্টেশনে পৌঁছতে হবে। কাকদ্বীপ থেকে বাসে পাথরপ্রতিমা। এরপর সেখান থেকে সোজা গোবর্ধনপুর। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: ভুলে যান দিঘা-পুরী! মাত্র ১৫০০ টাকায় বেড়িয়ে আসুন কলকাতার কাছেই নির্জন সমুদ্র সৈকত থেকে, মন ভাল হয়ে যাবে