Weekend Tour 2024: ঘরের কাছেই এ এক অজানা ‘সুইৎজারল্যান্ড’, ঝটপট বানিয়ে নিন ট্রিপ প্ল্যান
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Weekend Tour 2024: বাঁকুড়ার মাঝে এক টুকরো স্বর্গ মরুত বাহা, এক পলকে কেটে যাবে ক্লান্তি, হাতে চায়ের কাপ নিয়ে মনে হবে সুইৎজারল্যান্ড এসেছেন
advertisement
1/6

ঘুরে আসুন মরুত বাহা ইকো পার্ক। শুশুনিয়া পাহাড়ের বিশেষ আকর্ষণ এই পার্ক।
advertisement
2/6
সবুজে ঘেরা পার্কে রয়েছে থাকার ব্যাবস্থা। পরিবারকে নিয়ে কাটান ভাল সময়
advertisement
3/6
একান্তে সময় কাটানোর অন্যতম স্পেশাল জায়গা এই পার্ক। চোখের পলকে প্রকৃতির মাঝে কেটে যাবে সময়।
advertisement
4/6
বাচ্চাদের জন্যে রয়েছে সবরকমের মনরঞ্জন। চাইলে ঘোড়াতে চাপতে পারবেন খুদেরা।
advertisement
5/6
থাকার সঙ্গে রয়েছে খাবারের ব্যাবস্থা। বিশাল এই পার্কেই কেটে যাবে সময়
advertisement
6/6
সব মিলিয়ে বিশেষ পাওনা পাহাড়ের অনবদ্য ক্যানভাস।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Tour 2024: ঘরের কাছেই এ এক অজানা ‘সুইৎজারল্যান্ড’, ঝটপট বানিয়ে নিন ট্রিপ প্ল্যান