advertisement
1/11

বাংলা ওয়েব সিরিজে ধামাকা দিয়ে বাজারে এসেছিল দুপুর ঠাকুরপো ৷ স্বস্তিকা প্রথম সিজনে অভিনয় করেছিলেন এই বোল্ড ওয়েব সিরিজে ৷ পরে অবশ্য এই সিরিজে অভিনেত্রী মোনালিসা অভিনয় করেন ৷ তবে বাংলায় খুব বেশি এরকম সিরিজ না হলেও হিন্দিতে কিন্তু অনেক বোল্ড সিরিজ বাজার দাপিয়ে বেড়াচ্ছে ৷ Photo - Youtube
advertisement
2/11
একতা কাপুর প্রথম টিভি সিরিজে একেবারে অন্যরকম ঘরানা শুরু করেছিলেন ৷ সুপারহিট টিভি প্রযোজিকা ওয়েবে পা রেখেও হিল্লোল তৈরি করেছেন ৷ দেব ডিডি অলট বালাজি -র একটি সাহসি ওয়েব সিরিজ ৷ মেয়েদের প্রথামতো ভালো ও মন্দ লাগা -র রুটিনমাফিক জীবন ঘুরিয়ে দেওয়া হয় এতে ৷ Photo - Youtube
advertisement
3/11
গন্দি বাত নামের সিরিজ মূলত এরোটিকা ভিত্তিক ৷ এটার মাত্র ৪ টি এপিসোড টেলিকাস্ট করা হয়েছে ৷ অদ্ভুত সেক্সুয়াল থিমে তৈরি এই সিরিজ ৷ Photo - Youtube
advertisement
4/11
আই লাভ আস নামের সিরিজ দুই মহিলার প্রেমের গল্প বলে ৷ Photo - Youtube
advertisement
5/11
বিক্রম ভাট পরিচালিত মায়া রীতিমতো বোল্ড সিরিজ ৷ শামা সিকন্দরের অভিনয় নিয়ে তুফান তোলা হয়েছে ৷ Photo - Youtube
advertisement
6/11
ওয়ান নাইট স্ট্যান্ড নামের ওয়েব সিরিজে তিনটি মেয়ে ও একটি অভিনেতার সঙ্গে দেখা হওয়ার ঘটনা নিয়ে এই সিরিজ ৷ Photo - Youtube
advertisement
7/11
রাগিনী এমএমএসের পর ওয়েব সিরিজ হয়ে ফেরে রাগিনী এমএমএস রিটার্নস ওয়েব সিরিজে আসে ৷ মূলত হরার স্টোরি দারুণভাবে বলা হয় ৷ Photo - Youtube
advertisement
8/11
বিক্রম ভাটের পরিচালিত এটাও হরর সিরিজ রেন ৷ একটি মহিলা একটি ঘরে আটকে পরে চারটি ছেলের সঙ্গে ৷ যার মধ্যে কেউ তাঁকে মারতে চায় ৷এবার কী করবে মেয়েটি তাই নিয়েই রুদ্ধশ্বাস গল্প ৷ Photo - Youtube
advertisement
9/11
সিজন ওয়ানে আসার পরেই একেবারে হিল্লোল তুলে দিয়েছে এই সিরিজ ৷ আন্ডারওয়ার্ল্ড ও এক জনের উত্থান -পতনের কাহিনী এই সেক্রেড গেমস ৷ Photo - Youtube
advertisement
10/11
বাঙালি মেয়ে তৃধা অভিনয় করেছিল স্পটলাইট নামের এই ওয়েব সিরিজে ৷ অভিনেত্রীর জীবন , বলিউডের ওঠা -পড়া দেখানো হয়েছে এই ওয়েব সিরিজে ৷ Photo - Youtube
advertisement
11/11
এটাও বিক্রম ভাটের ওয়েব সিরিজ ৷ নিয়া শর্মা রোমান্টিক থ্রিলাারে অভিনয় করেছিলেন ৷ আমেরিকার ধরণে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গল্প বলা হচ্ছে ৷ Photo - Youtube