Watermelon: তরমুজ খেতে গিয়ে 'এই' ভুল করছেন না তো? অজান্তেই ডেকে আনছেন বিপদ! সতর্ক করছেন বিশেষজ্ঞরা
- Published by:Sanjukta Sarkar
- local18
Last Updated:
Watermelon: গরমে দেদার খাচ্ছেন ঠান্ডা লাল টুকটুকে তরমুজ! অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
advertisement
1/11

গ্রীষ্মের মরশুমে মানুষ গরম থেকে বাঁচতে ফল খায়। এসব ফলে প্রচুর পরিমাণে জল থাকে। যার কারণে এটি হাইড্রেটেড থাকতেও সাহায্য করে। গাজিয়াবাদ-ভিত্তিক ডায়েটিশিয়ান সামরিন ফাহ্রুখের মতে, গ্রীষ্মের মরশুমে পাওয়া বেশিরভাগ ফলের মধ্যে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়ামের মতো অনেক উপাদান থাকে।
advertisement
2/11
কিন্তু গরমের এই ফলগুলি যদি সঠিকভাবে খাওয়া না হয় তবে এটি আপনার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে।
advertisement
3/11
সামরীন বলেন, তরমুজ, শসা, এমন ধরনের ফল, যা শরীরকে ঠাণ্ডা ও ফিট রাখতে সাহায্য করে। গ্রীষ্মের মরশুমে প্রায়ই তরমুজের উৎপাদন বেড়ে যায়। তাই খাওয়া হয় প্রচুর।
advertisement
4/11
আসলে গরমে তরমুজ খেলে পেটের রোগ ও সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, তবে তরমুজ খাওয়ারও কিছু নিয়ম রয়েছে।
advertisement
5/11
>> তরমুজ বাজার থেকে কেনার সঙ্গে সঙ্গে খাওয়া উচিত নয়, বরং জলে কিছুক্ষণ রেখে দিতে হবে। >> লিভারের সমস্যা থাকলে খালি পেটে তরমুজ খাবেন না।
advertisement
6/11
>> তরমুজ খাওয়ার পর কিছুক্ষণ জল পান করা উচিত নয়। তরমুজে এমনিতেই প্রচুর জল থাকে।
advertisement
7/11
>> রাতে তরমুজ খাওয়া উচিত নয়। রাতে তরমুজ হজম করা কঠিন হয়ে পড়ে, যার কারণে অন্ত্রে জ্বালাপোড়া হয়।
advertisement
8/11
>> সকালের জলখাবারের পরই তরমুজ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এটি খালি পেটে খেলে অনেক ক্ষতি হতে পারে।
advertisement
9/11
তরমুজ খাওয়ার সর্বোত্তম সময় সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টার মধ্যে। তবে এটি বিকাল ৫:০০ টার আগে যে কোনও সময় খাওয়া উচিত।
advertisement
10/11
গরমে তরমুজ ঠিকমতো খেলে উপকার পাওয়া যাবে >> তরমুজ ওজন কমাতে সাহায্য করে।
advertisement
11/11
>> শরীরকে হিট স্ট্রোক থেকে রক্ষা করে >> কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধে সাহায্য করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Watermelon: তরমুজ খেতে গিয়ে 'এই' ভুল করছেন না তো? অজান্তেই ডেকে আনছেন বিপদ! সতর্ক করছেন বিশেষজ্ঞরা