Water Tank: প্ল্যাস্টিকের খালি বোতলেই কেল্লাফতে! কয়েক মিনিটে সাফ হবে জলের ট্যাঙ্কি, টেনে বার করবে ট্যাঙ্কির গায়ে জমা শ্যাওলা, সমস্ত নোংরা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Water Tank Cleaning Tips: বাড়িতে পড়ে থাকা খালি প্লাস্টিকের বোতল এবং কয়েকটি খুব সামান্য জিনিস কাজে লাগিয়েই দিব্যি পরিষ্কার করা যাবে জলের ট্যাঙ্কি।
advertisement
1/11

মাসের পর মাস জল ভরা থাকে বাড়ির ছাদে থাকা জলের ট‍্যাঙ্কে। ফলে কিছুদিন যেতে না যেতেই জলের ট‍্যাঙ্কে জমতে শুরু করে শ‍্যাওলা। জলের ট‍্যাঙ্কের পরিষ্কার জল শ‍্যাওলার কারণে হয়ে যায় দূষিত।
advertisement
2/11
সেই দূষিত জলই ব‍্যবহার করতে হয়। জলে দুর্গন্ধ হয়, ক্ষতিকারক ব‍্যাক্টেরিয়া বাসা বাঁধে। বাড়িতে ২৪ ঘণ্টা ট‍্যাপ খুললেই আসে এই জল।
advertisement
3/11
ফলে ট‍্যাঙ্কির জল ভাল রাখা খুব জরুরি। ট‍্যাঙ্কির জল ভাল রাখতে ট‍্যাঙ্কি পরিষ্কার রাখাও অত‍্যন্ত জরুরি। কিন্তু মুশকিল হল ট‍্যাঙ্কি পরিষ্কার করা মহা ঝক্কির কাজ।
advertisement
4/11
বেশিরভাগ বাড়ির ছাদেই ১০ হাজার লিটারের ট‍্যাঙ্কি বসানো রয়েছে। এত বড় জলের ট‍্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে খুবই সমস‍্যায় পড়েন পরিবারের লোকজন।
advertisement
5/11
তবে পুনম দেবনানি নামে এক ব‍্যাক্তি ট‍্যাঙ্কি পরিষ্কার অতি সহজ কৌশল জানালেন। বাড়িতে খালি প্লাস্টিকের বোতল এবং কয়েকটি খুব সামান‍্য জিনিস কাজে লাগিয়েই দিব‍্যি পরিষ্কার করা যাবে জলের ট‍্যাঙ্কি।
advertisement
6/11
ট‍্যাঙ্কির ভেতরে ঢোকার কোনও প্রয়োজন নেই। পুনম দেবনানির সহজ কৌশলে ট্যাঙ্কের ভিতরে আটকে থাকা শৈবালগুলি দিব‍্যি বিদায় নেবে। ইঞ্জিনিয়াররাও তারিফ করছেন এই পদ্ধতির।
advertisement
7/11
এরজন‍্য প্রয়োজন ৫ লিটার খালি প্লাস্টিকের জলের বোতল। পাতলা পিভিসি পাইপ। জলের একটি হোস পাইপ এবং জোড়ার জন‍্য অ‍্যাডহেসিভ টেপ।
advertisement
8/11
প্রথমে বোতলটি মাঝখান থেকে কেটে ফেলুন। বোতলের মুখের দিকটি ব‍্যবহার করুন। এবার যেখান থেকে ঢাকনা লাগানো হবে সেখান থেকে একটু জায়গা রেখে অন্য দিকটা কেটে নিন। দেখতে খানিকটি ভ‍্যাকুয়ামের মতো হবে।
advertisement
9/11
এবার বোতলের মুখে যেখানে ঢাকনা লাগানো হয়, সেই অংশে লাগান পিভিসি পাইপ। বোতলের মুখে ভাল করে পিভিসি পাইপ আটকানোর জন‍্য অ‍্যাডহেসিভ টেপ ব‍্যবহার করুন।
advertisement
10/11
এবার পিভিসি পাইপের অন্য অংশটি জলের হোস পাইপের সঙ্গে সংযুক্ত করতে হবে। ব‍্যাস তৈরি আপনার শ‍্যাওলা দূর করার অস্ত্র। এবার জেনে নিন কীভাবে ব‍্যবহার করবেন এই বিশেষ অস্ত্রটি।
advertisement
11/11
জলের ট্যাঙ্কে আটকে থাকা শৈবাল পরিষ্কার করতে, ট্যাঙ্কের ভিতরে একটি ভ্যাকুয়ামের মতো অংশ প্রবেশ করান। এবার অন‍্যদিক দিয়ে জল টেনে বের করুন। এবার ধীরে ট‍্যাঙ্কির তলায় ঘষতে থাকুন। এতে বেশিরভাগ শ‍্যাওলাই বেরিয়ে যাবে। জলের আয়রণ জমা দাগও উঠে যাবে। ট‍্যাঙ্কি পরিষ্কার করার এটি অন‍্যতম সহজ প্রক্রিয়া।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Water Tank: প্ল্যাস্টিকের খালি বোতলেই কেল্লাফতে! কয়েক মিনিটে সাফ হবে জলের ট্যাঙ্কি, টেনে বার করবে ট্যাঙ্কির গায়ে জমা শ্যাওলা, সমস্ত নোংরা