Water Lily Health Benefits: পদ্ম নয়! জলে বেড়ে ওঠা এই ফুল জটিল রোগের যম! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
Water Lily Health Benefits: পুকুরে, নদীর ধারে এই ফুল প্রায় দেখতে পাবেন! পদ্ম কিন্তু নয়! এই ফুলে খেলেই মিলবে বহু রোগে মুক্তি! জানুন
advertisement
1/7

শাপলা ফুল অনেকটা পদ্মফুলের মতো দেখতে, এটি ওয়াটার লিলি নামেও পরিচিত।চিকিৎসকদের মতে পুষ্টিগুণে সমৃদ্ধ শাপলায় আছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম, খনিজ পদার্থ, ক্যালোরি প্রোটিন, শর্করা ও গ্যালিক অ্যাসিড এনজাইম যা ক্যানসার সহ বহু রোগ নিরাময়ে কার্যকরী। এই বিষয়ে চিকিৎসক বীরেশ্বর বল্লভ-এর থেকে জানুন বিশেষ পরামর্শ!
advertisement
2/7
শাপলা যেকোনও রক্ত জনিত রোগ নিরাময়ে কার্যকরী। বিশেষ করে পিত্ত জনিত কারণে রক্ত দূষিত হলে নিয়মিত খান লাল শাপলা। মিলবে উপকারীতা।
advertisement
3/7
শাপলা তে রয়েছে ফ্লেভনল গ্লাইকোসাইড নামক উপাদান। যা মাথায় রক্ত সঞ্চালনে সাহায্য করে, পাশাপাশি মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে।
advertisement
4/7
অতিরিক্ত পিপাসা দূর করে, হৃদরোগের কার্যকারিতা বৃদ্ধি করে ও শরীর ঠান্ডা রাখে।
advertisement
5/7
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ও হজম শক্তি বৃদ্ধি করে।
advertisement
6/7
আমাশয়, পেট ফাঁপা ও প্রস্রাবের জ্বালা পোড়ায় সমস্যা কমায়
advertisement
7/7
দেহের ক্ষতিকর বর্জ্য পদার্থ দূর করতে এই ফুলের জুড়ি মেলা ভার। (Reported By: Suvojit Ghosh)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Water Lily Health Benefits: পদ্ম নয়! জলে বেড়ে ওঠা এই ফুল জটিল রোগের যম! জানুন