Warm Water Drinking: ওজন কমাতে সারাদিন গরম জল খাচ্ছেন? বিরাট ক্ষতি করছেন না তো নিজের! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
প্রতিদিন পর্যাপ্ত জল পান প্রত্যেকের শরীরের জন্যই অত্যন্ত উপকারী। কিন্তু আপনার যদি সারাদিন গরম জল পান করার অভ্যাস থাকে, তাহলে এর কিছু সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে। জানুন সেগুলি কী কী।
advertisement
1/7

পানীয় জল আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন পর্যাপ্ত জল পান প্রত্যেকের শরীরের জন্যই অত্যন্ত উপকারী। কিন্তু আপনার যদি সারাদিন গরম জল পান করার অভ্যাস থাকে, তাহলে এর কিছু সুবিধার পাশাপাশি অসুবিধাও থাকতে পারে (Warm Water Drinking)।
advertisement
2/7
সারাদিন গরম জল খেলে শরীরে রক্ত চলাচল ভালো হয়। ফলে এটি স্ট্রেস কমাতেও সাহায্য করে। একই সঙ্গে, গরম জল পান করলে তা হজম প্রক্রিয়ারও উন্নতি করে। কারণ এটি শরীরকে ডিটক্সিফাই করতেও সাহায্য করে।এমন পরিস্থিতিতে এই অভ্যাস চালু করার আগে আসুন জেনে নেওয়া যাক গরম জলের উপকারিতা কী আর ক্ষতিই বা কি।
advertisement
3/7
গরম জলের উপকারিতা- কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি সারাদিন হালকা গরম জল পান করলে পেট পরিষ্কার থাকে। এতে বদহজম ও অ্যাসিডিটির সমস্যা হয় না। শুধু তাই নয়, পেট ফাঁপা ও ব্যথার সমস্যাও গরম জল দিয়ে দূর করা যায়। ওজন কমাতে সাহায্য করে-
advertisement
4/7
গরম জল খেলে আপনার খাবার হজম করার ক্ষমতা বৃদ্ধি পায়। আপনি যদি ওজন কমাতে চান, তবে আপনাকে অবশ্যই সকালে এবং সন্ধ্যায় খাবারের পরে গরম জল পান করতে হবে যাতে আপনার স্বাস্থ্যের উপকার হয়, এতে আপনার মন শান্ত থাকে এবং খুব বেশি ক্ষুধা লাগে না। ত্বকের সমস্যা থেকে মুক্তি পাবেন।
advertisement
5/7
গরম জল পান করলে আপনার ত্বকের অনেক সমস্যার সমাধান হতে পারে। এটি শুষ্ক ত্বক এবং বলিরেখার সমস্যা কমাতে পারে। আসলে গরম জল আপনার ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করতে পারে। এই নখ ব্রণ দূর করতেও সহায়ক হতে পারে।
advertisement
6/7
গরম জল খাওয়ার সমস্যা কিডনির সমস্যা- সারাদিন অত্যধিক গরম জল পান করার অভ্যাস আপনার কিডনির ওপর চাপ সৃষ্টি করতে পারে। আসলে কিডনি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। তাই বেশি গরম জল পান করলে আপনার কিডনির ওপর চাপ পড়তে পারে।
advertisement
7/7
উপরোক্ত তথ্য ঘরোয়া প্রতিকার এবং প্রচলিত জ্ঞানের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এটি গ্রহণ করার আগে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নিউজ 18 বাংলা এটি নিশ্চিত করে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Warm Water Drinking: ওজন কমাতে সারাদিন গরম জল খাচ্ছেন? বিরাট ক্ষতি করছেন না তো নিজের! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ