Walking Barefoot on Grass: সকালে খালি পায়ে হাঁটুন শিশিরভেজা ঘাসে! কমবে ডায়াবেটিস, জয়েন্ট পেন থেকে অনিদ্রা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Walking Barefoot on Grass: হেমন্ত ঋতুতে এখন ভোরে শিশির পড়ে। তাই শিশিরভেজা ঘাসে হেঁটে যান খালি পায়ে
advertisement
1/8

খালি পায়ে হাঁটুন ঘাসের উপরে। যদি সকালে এটা নিয়মিত করতে পারেন, রেহাই পাবেন একাধিক শারীরিক ও মানসিক সমস্যা থেকে।
advertisement
2/8
হেমন্ত ঋতুতে এখন ভোরে শিশির পড়ে। তাই শিশিরভেজা ঘাসে হেঁটে যান খালি পায়ে। এই অভ্যাসের উপকারিতা অঢেল। সংবাদমাধ্যমে বলছেন ডাক্তার শ্রেয় শ্রীবাস্তব।
advertisement
3/8
এই অভ্যাস নিয়মিত পালন করলে মানসিক উদ্বেগের ভার লাঘব হয়। প্রকৃতির স্পর্শে মানসিক স্বাস্থ্য ও ভাল থাকা উন্নত হয়। ফিল গুড অনুভূতি পাওয়া যায়।
advertisement
4/8
স্নায়ুতন্ত্র, হৃদস্পন্দন, শারীরিক তাপমাত্রা, ব্লাড প্রেশার-সহ একাধিক মাপকাঠি স্বাভাবিক থাকে বলে বজায় থাকে সার্বিক সুস্থতা।
advertisement
5/8
এক থেকে দু’ ঘণ্টা ঘাসের উপর খালি পায়ে হাঁটলে কমে ইনফ্লেম্যাশন। নিয়ন্ত্রণে থাকে কার্ডিওভাসক্যুলার ডিজিজ, টাইপ টু ডায়াবেটিস এবং কিছু ধরনের ক্যানসার।
advertisement
6/8
শরীরে রক্তসঞ্চালনা স্বাভাবিক থাকে। অনিদ্রার সমস্যা দূর হয়ে রাতে ভাল ঘুম হয়।
advertisement
7/8
ইনফ্লেম্যাশন কমিয়ে শরীরে বিভিন্ন জয়েন্টের ব্যথা কমায় এই অভ্যাস।
advertisement
8/8
খালি পায়ে হাঁটার জন্য পরিষ্কার জায়গা বাছবেন। পায়ে কিছু বিঁধে গেলে সংক্রমণের আশঙ্কা থেকে নিজেকে রক্ষা করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Walking Barefoot on Grass: সকালে খালি পায়ে হাঁটুন শিশিরভেজা ঘাসে! কমবে ডায়াবেটিস, জয়েন্ট পেন থেকে অনিদ্রা