Vitamin E Capsule Benefits: চোখের তলায় কালি? বয়সের ছাপ পড়ছে? বলিরেখা? এই নিয়মে ভিটামিন E ক্যাপসুল ব্যবহার করুন! জানুন চিকিৎসকের মত!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Vitamin E Capsule Benefits: বয়স ধরে রাখবে এই ভিটামিন ই ক্যাপসুল! চুল থেকে ত্বকের সব সমস্যার সমাধান! কীভাবে ব্যবহার করবেন? জানাচ্ছেন চিকিৎসক!
advertisement
1/7

ভিটামিন E ত্বকের জন্য ভীষণই উপকারী তা বলার অপেক্ষা রাখে না। ত্বককে আর্দ্র, নরম, সুন্দর রাখতে সাহায্য করে এই বিশেষ ভিটামিন।
advertisement
2/7
অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, অনেকেই নিজের ত্বকের যত্ন করতে ভিটামিন E ক্যাপসুল ব্যবহার করে থাকেন। এই ধরনের ক্যাপসুল ত্বকের জন্য ক্ষতিকারক নয়।
advertisement
3/7
বিশেষজ্ঞদের মতে ত্বকের বিভিন্ন সমস্যা মেটাতে সাহায্য করে এই ক্যাপসুল। ত্বকের সাধারণ কিছু সমস্যা যেমন, ব্রণ, দাগছোপ, ফুসকুরির সমস্যা মেটায় এই ক্যাপসুল।
advertisement
4/7
ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে এই ভিটামিন E ক্যাপসুল। ব্রণ হওয়ার পর অনেকেরই মুখে দাগ থেকে যায়। এইসব দাগ নিমেষে কমিয়ে করে দেয় এই বিশেষ ক্যাপসুল।
advertisement
5/7
এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। তাই ত্বকের মৃত কোষ দূর করতেও সাহায্য করে এই ক্যাপসুল। চোখের নীচের গাঢ় কালো দাগ মেটাতেও সাহায্য করে এটি।
advertisement
6/7
টক দইয়ের কিংবা লেবুর রসের সঙ্গে একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ব্যবহার করতে পারেন। ভিটামিন E চুল পড়া দূর করে যে তেল ব্যবহার করেন তার সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন।
advertisement
7/7
ত্বকের বলিরেখা, টান পড়া ও অন্যান্য দাগ দূর করতেও সাহায্য করে। ভিটামিন E ক্যাপসুল শরীরের চামড়াকে কিংবা মুখের ত্বককে সানবার্ন থেকেও রক্ষা করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vitamin E Capsule Benefits: চোখের তলায় কালি? বয়সের ছাপ পড়ছে? বলিরেখা? এই নিয়মে ভিটামিন E ক্যাপসুল ব্যবহার করুন! জানুন চিকিৎসকের মত!