Vitamin Deficiency Symptoms: ক্লান্তি হোক বা কোষ্ঠকাঠিন্য, চুল পড়া, জেনে নিন কোন ভিটামিনের অভাবে শরীরে কোন উপসর্গ দেখা দেয়
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ভিটামিন শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও কার্যকারিতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য। ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে! জেনে নিন, কোন ভিটামিনের অভাবে শরীরে কোন উপসর্গ দেখা দেয়?
advertisement
1/15

ভিটামিন শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও কার্যকারিতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য। ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে! জেনে নিন, কোন ভিটামিনের অভাবে শরীরে কোন উপসর্গ দেখা দেয়?
advertisement
2/15
ক্লান্তি-- কোনও পরিশ্রম না করে বা পর্যাপ্ত ঘুমানোর পরও ক্লান্তি কাটছে না? ভিটামিন বি১২-এর ঘাটতিতে এমনটা হয়
advertisement
3/15
দুর্বল ইম্যিউনিটি--ঘন ঘন জ্বর, সর্দ-কাশিতে ভোগেন? এটি ভিটামিন সি-এর ঘাটতির লক্ষণ
advertisement
4/15
চুল পড়া--চুল পাতলা? মুঠো মুঠো চুল পড়ছে? নির্ঘাৎ ভিটামিন বি৭ বা বায়োটিনের অভাব হয়েছে শরীরে
advertisement
5/15
শুষ্ক ত্বক-- ভিটামিন ই-র ঘাটতির প্রধান উপসর্গ হল শুষ্ক ত্বক
advertisement
6/15
ঘন ঘন ঠান্ডা লাগা-- ভিটামিন ডি-র অভাব হলে সর্দি-কাশি, ঠান্ডা লাগা পিছু ছাড়ে না
advertisement
7/15
পেশিতে টান--ম্যাগনেশিয়াম ও ভিটামিন ডি-র অভাবে পেশিতে টান ধরে
advertisement
8/15
রাতে চোখে কম দেখা-- ভিটামিন এ-র অভাবে এমনটা হয়।
advertisement
9/15
ক্ষত সারতে সময় লাগা--- ভিটামিন সি ও জিংক-এর অভাবে এমনটা হয়।
advertisement
10/15
গাঁটে গাঁটে ব্যথা-- ভিটামিন ডিও কে২-এর ঘাটতি হতে জয়েন্ট পেইন হয়।
advertisement
11/15
ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া ও ঝিম ধরা-- আয়রন ও ভিটামিন বি১২-এর অভাবে এমনটা হয়
advertisement
12/15
ভঙ্গুর নখ-- বায়োটিন ও আয়রনের অভাবে নখ ঘন ঘন ভেঙে যায়
advertisement
13/15
কোষ্ঠকাঠিন্য-- ম্যাগনেশিয়াম, ফাইবার ও ভিটামিনের অভাবে কনস্টিপেশন হয়
advertisement
14/15
মুখে ঘা-- ভিটামিন বি২, বি৩ ও বি১২-এর অভাবে মুখে ঘা হয়
advertisement
15/15
হাড় দুর্বল হয়ে পড়া-- ক্যালসিয়াম, ভিটামিন ডি থ্রি ও কে২-এর ঘাটতিতে হাড়ে জোড় কমে যায়
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vitamin Deficiency Symptoms: ক্লান্তি হোক বা কোষ্ঠকাঠিন্য, চুল পড়া, জেনে নিন কোন ভিটামিনের অভাবে শরীরে কোন উপসর্গ দেখা দেয়