Vitamin Deficiency: মুখে মাঝেমধ্যেই ঘা হচ্ছে, সংক্রমণ হচ্ছে মাড়িতেও? সতর্ক হোন! এই ভিটামিনের অভাব হচ্ছে না তো? জানুন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Vitamin Deficiency: মুখে ঘা হলে জীবন কষ্টকর হয়ে ওঠে। জিভে, গালে বা ঠোঁটের ভিতরে ছোট ছোট ফোস্কা হয়। এটাকেই মাউথ আলসার বলা হয়।
advertisement
1/6

ভিটামিন-B12 ডিএনএ সিন্থেসিস থেকে শুরু করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কার্যকারিতা বজায় রাখা সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজে দরকার রয়েছে।
advertisement
2/6
অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, সুস্থ থাকতে এই ভিটামিনের ঘাটতি দূর করা অত্যন্ত প্রয়োজন। তবে শরীরে এই ভিটামিন কম থাকার লক্ষণ সম্পর্কে অনেকেই জানেন না।
advertisement
3/6
ঘনঘন মুড সুইং, অবসাদ, ভুলে যাওয়া এবং কগনিটিভি ফাংশন বিগড়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে এই ভিটামিনের অভাবে।
advertisement
4/6
মাউথ আলসার বা মুখের ঘায়ের পিছনে অনেক কারণ থাকতে পারে। তবে এক্ষেত্রে ভিটামিন-B12 এর ঘাটতি একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।
advertisement
5/6
ভিটামিন-B12 এর ঘাটতির জন্য বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিতে পারে। তাই বারবার চেষ্টা করার পরও প্রেগনেন্সি না এলে ভিটামিন-B12 সমৃদ্ধ খাবার খাওয়া বাড়ানো উচিত।
advertisement
6/6
শুধু ভাইরাল ফিভার হলেই স্বাদ, গন্ধ চলে যায় তা নয়। শরীরে ভিটামিন-B12 ঘাটতি হলেও স্বাদ, গন্ধ চলে যায়। তাই এই সমস্যা হলে অবশ্যই এই ভিটামিন যুক্ত খাবার খান।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vitamin Deficiency: মুখে মাঝেমধ্যেই ঘা হচ্ছে, সংক্রমণ হচ্ছে মাড়িতেও? সতর্ক হোন! এই ভিটামিনের অভাব হচ্ছে না তো? জানুন