Vitamin D: এসি ঘরে বসে কাজ? রোদ পোহানোর সময় নেই! ভিটামিন ডি-র ঘাটতি পূরণ করতে কোন কোন খাবার খেতেই হবে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Vitamin D: এমন অনেক খাবার রয়েছে, যা থেকেও ভিটামিন ডি পাওয়া যায়। নিয়মিত সেই সমস্ত খাবার তালিকায় রাখলে ভিটামিনের ঘাটতি পূরণ হবে।
advertisement
1/7

সূর্যের আলো ভিটামিন-D এর প্রাথমিক উৎস। তবে সবসময় সূর্যের আলোতে থাকা সম্ভব নয়। তাই ভিটামিন-D এর খাদ্য উৎসগুলি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
2/7
অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, এই ভিটামিন হাড়ের স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীরের সুস্থতার জন্য দরকার। এটি শরীরে ক্যালসিয়াম শোষণ করতেও সাহায্য করে।
advertisement
3/7
মাশরুম হল ভিটামিন-D এর একটি দারুণ উদ্ভিদ ভিত্তিক উৎস। বিশেষ করে যখন বোতাম এবং শিতাকে মাশরুমকে রোদে শুকানো হয়। তখন তাতে ভিটামিন-D তৈরি হয়।
advertisement
4/7
ডিমের কুসুম ভিটামিন-D এর একটি চমৎকার উৎস। খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করলে ভিটামিন ডি-এর সর্বোত্তম মাত্রা বজায় রাখতে সাহায্য করে সহজে।
advertisement
5/7
সামুদ্রিক মাছ ভিটামিন-D এর সেরা প্রাকৃতিক উৎসগুলির মধ্যে একটি। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড তৈরির সঙ্গে হৃদপিণ্ড এবং মস্তিষ্কের স্বাস্থ্যকে ভাল রাখতে সাহায্য করে।
advertisement
6/7
কড লিভার অয়েল ভিটামিন-D, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির একটি পাওয়ার হাউস। এটি একটি পরিপূরক হিসাবে গ্রহণ করা যেতে পারে।
advertisement
7/7
দুগ্ধজাত দ্রব্য কেবল ভিটামিন-D সরবরাহ করে না। এছাড়াও ক্যালসিয়ামও সরবরাহ করে। যা হাড়কে দারুণ ভাবে শক্তিশালী করতে বেশ অনেকটাই সাহায্য করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vitamin D: এসি ঘরে বসে কাজ? রোদ পোহানোর সময় নেই! ভিটামিন ডি-র ঘাটতি পূরণ করতে কোন কোন খাবার খেতেই হবে