TRENDING:

Vitamin A and D in River Fish: পুষ্টির ভাণ্ডার, ভিটামিন A-D-র কখনও ঘাটতি হবে না,পাতে রাখুন 'এই' মাছ! চোখের হাজারও রোগ তাড়িয়ে ছাড়বে

Last Updated:
নিয়মিত মাছ খেলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, চোখের অসুখ, হাত-পা ব্যথা, শরীরের দুর্বলতা থেকে মুক্তি পাওয়া যায় অনেক সহজে।
advertisement
1/5
ভিটামিন A-D-র কখনও ঘাটতি হবে না,পাতে রাখুন 'এই' মাছ! চোখের হাজারও রোগ তাড়িয়ে ছাড়বে
তোর্সা নদীর মধ্যে চাপিলা, কাজলি, বাতাসি, ভ্যাদা, সরপুঁটি, পিটকাঠা, বোরোলি, শিঙ, মাগুর, খলসে, গড়াই ও কুচে এমনকি নদীর রুই ও কাতলাও প্রচুর পাওয়া যায়।
advertisement
2/5
চিকিৎসক অর্ণব নিয়োগী জানান, নদীর মাছের পুষ্টিগুণ অনেক। নদীর মাছে ভিটামিন ‘A’ এবং ‘D’ পাওয়া যায়। এছাড়া আয়রন, ক্যালসিয়াম ও ফসফরাস পাওয়া যায়।
advertisement
3/5
চিকিৎসক অর্ণব নিয়োগী জানান, নিয়মিত মাছ খেলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, চোখের অসুখ, হাত-পা ব্যথা, শরীরের দুর্বলতা থেকে মুক্তি পাওয়া যায় অনেকতাই সহজে।
advertisement
4/5
চিকিৎসক অর্ণব নিয়োগী জানান, মাছের তেলে থাকা ডকসা হেক্সোনিক অ্যাসিড এবং এলকোসা পেন্টাএনোইক অ্যাসিড বুদ্ধির বিকাশ ঘটায়। এবং দৃষ্টিশক্তি বাড়িয়ে তোলে।
advertisement
5/5
চিকিৎসক অর্ণব নিয়োগী জানান, নদীয়ালি মাছে অতি প্রয়োজনীয় ডিএইচএ এবং ইপিএ থাকে যা গর্ভবতী মহিলাদের জন্য উপকারী। এছাড়া স্মৃতিশক্তি অক্ষুণ্ণ থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vitamin A and D in River Fish: পুষ্টির ভাণ্ডার, ভিটামিন A-D-র কখনও ঘাটতি হবে না,পাতে রাখুন 'এই' মাছ! চোখের হাজারও রোগ তাড়িয়ে ছাড়বে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল