TRENDING:

Picnic Spot near Kolkata: দিঘার আকর্ষণ কুলপি পয়লা নম্বরে! কলকাতার কাছেই মনোরম স্পট! শীতের মরশুমে পিকনিকের জন্য একেবারে আদর্শ

Last Updated:
Picnic Spot near Kolkata: বছর শেষে পরিবারের সঙ্গে জমিয়ে পিকনিক করতে চান। তাহলে ঘুরে আসুন কুলপির পয়লা নম্বর। এই জায়গার সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে। হুগলি নদীর তীরে এই জায়গাটিতে রয়েছে বিস্তীর্ণ খোলা চর। যা পিকনিক করার উপযুক্ত।
advertisement
1/6
দিঘার আকর্ষণ কুলপি পয়লা নম্বরে! কলকাতার কাছেই মনোরম স্পট! শীতের মরশুমে পিকনিক করে আসুন
*কুলপি, নবাব মল্লিক: বছর শেষে পরিবারের সঙ্গে জমিয়ে পিকনিক করতে চান। তাহলে ঘুরে আসুন কুলপির পয়লা নম্বর। এই জায়গার সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে। হুগলি নদীর তীরে এই জায়গাটিতে রয়েছে বিস্তীর্ণ খোলা চর, যা পিকনিক করার উপযুক্ত।
advertisement
2/6
*এই জায়গার বিস্তীর্ণ খোলা তটভূমি পিকনিকের জন্য আদর্শ একটি জায়গা। এখানে আসতে গেলে শিয়ালদহ থেকে আপনাকে নামখানা লোকালে চেপে আসতে হবে নিশ্চিন্তপুরে। সেখান থেকে টোটোতে চেপে সোজা কুলপির পয়লা নম্বরে।
advertisement
3/6
*হুগলি নদীর তীরে পলি জমে ধীরে ধীরে গড়ে উঠছিল এই স্থান। বর্তমানে এই স্থান অনেকটাই বিস্তার লাভ করেছে। ফলে এক বিস্তীর্ণ তটভূমি সৃষ্টি হয়েছে এখানে। এখানে নদীর তীর রক্ষার জন্য ফেলা হয়েছে পাথর, যা জায়গাটিকে আরও সুন্দর করে তুলেছে।
advertisement
4/6
*হাতে খুব অল্প সময় থাকলে এই স্থানে আসতে পারেন আপনি। তবে এই স্থানে থাকার জন্য ভাল হোটেল নেই। এখানে আসলে আপনাকে ফিরতে হবে সন্ধ্যার আগে। সারাদিন পিকনিক করে ফিরে যেতে হবে সকলকে।
advertisement
5/6
*থাকার জন্য এখান থেকে আপনি বাসে চেপে কাকদ্বীপ অথবা ডায়মন্ডহারবারে পৌঁছে হোটেল নিতে পারেন। অথবা আপনি বাড়িতে ফিরে যেতে পারেন। এখানে হোটেল ব্যবস্থা নেই। তবে ছোট ছোট দোকান রয়েছে।
advertisement
6/6
*তাহলে আর চিন্তা কী! হাতে কম সময় থাকলে বছর শেষের দিনগুলিতে ঘুরে আসুন কুলপির পয়লা নম্বরে। এই জায়গা নিরাশ করবে না আপনাকে। এই জায়গার অপার সৌন্দর্য আপনার মন ভোলাতে বাধ্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Picnic Spot near Kolkata: দিঘার আকর্ষণ কুলপি পয়লা নম্বরে! কলকাতার কাছেই মনোরম স্পট! শীতের মরশুমে পিকনিকের জন্য একেবারে আদর্শ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল