TRENDING:

Travel: রাস্তার দুপাশে গাছ ভর্তি কমলালেবু, বড়দিনের ছোট্ট ছুটিতে ঘুরে আসুন সিটং

Last Updated:
Sittong Darjeeling Trip: উত্তরবঙ্গের বেশিরভাগ কমলালেবু আসে কার্শিয়াং মহকুমার একটি গ্রাম থেকে। যার নাম সিটং খাসমহল।
advertisement
1/6
রাস্তার দুপাশে গাছ ভর্তি কমলালেবু, বড়দিনের ছোট্ট ছুটিতে ঘুরে আসুন সিটং
*সিটং: দার্জিলিংয়ের আকর্ষণ বহু। যার একটি অবশ্যই কমলালেবু। আমরা অনেকেই জানি না, উত্তরবঙ্গের বেশির ভাগ কমলালেবু আসে কার্শিয়াং মহকুমার একটি বা একগুচ্ছ গ্রাম থেকে। যার নাম সিটং খাসমহল।
advertisement
2/6
*পর্যটকরা কেবল সিটং নামেও ডেকে থাকেন। শীতকালে গেলে প্রথমেই চোখে পড়বে গাছে গাছে ভরপুর পাকা কমলালেবু। দেখলেই মন ভাল হয়ে যায়। ফল যাঁরা তোলেন, যদি কখনও আপনার হাতে কয়েকটা তুলে দেন, তাহলে তো কথাই নেই।
advertisement
3/6
*কমলালেবু ছাড়াও অনেক কিছু দেখার রয়েছে সিটংয়ে। শিলিগুড়ি থেকে এখানে পৌঁছনোর পথে পড়বে মংপু। সিটং থেকে দূরত্ব ৮ কিলোমিটার। সাহিত্যিক মৈত্রেয়ী দেবী এবং তাঁর স্বামী মনমোহন সেনের বাংলোয় বেশ কয়েকবার গ্রীষ্ম কাটিয়েছেন রবীন্দ্রনাথ। সেই বাড়ি আজ রবীন্দ্রভবন নামে বিখ্যাত।
advertisement
4/6
*মংপু গেলেই বুঝতে পারবেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কেন বারবার রবীন্দ্রনাথকে টেনে আনত। এই জায়গায় প্রচুর সিংকোনার চাষ হয়, যার থেকে পাওয়া যায় কুইনাইন।
advertisement
5/6
*সিটংয়ে পর্যটকদের ভিড় সেভাবে হয় না। ফলে নিরিবিলি ছুটি কাটানোর আদর্শ জায়গা। উপত্যকার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে নদীর স্রোত। চারদিকে মায়াবী সবুজ পাহাড়। এমন রূপকথার মতো পরিবেশে গ্রামের অবস্থান।
advertisement
6/6
*ছবির মতো সুন্দর ঘরবাড়ি, বাস করেন মূলত লেপচারা। প্রত্যেক বাড়িতে রয়েছে বাগান। সব বাগানেই কমলালেবুর চাষ হয়। শীতকালে তাই পুরো গ্রাম ভরে যায় কমলা রঙে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel: রাস্তার দুপাশে গাছ ভর্তি কমলালেবু, বড়দিনের ছোট্ট ছুটিতে ঘুরে আসুন সিটং
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল