Viral: তিন-তিনটে চাকরির পর ক্লান্ত হয়ে পড়তেন মহিলা, প্রেমিককে উপহার দিলেন সতীন?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই (Woman Finds Partner other girl) মহিলা যা প্রকাশ করেছেন তা যেন সব চিরাচরিত ধারণাকেই ভেঙে দিয়েছে।
advertisement
1/6

সোশ্যাল মিডিয়ায় (Viral) এক মহিলা নিজেই নিজের প্রেম জীবনের এক আশ্চর্য গোপন সত্যি ফাঁস করে দিলেন। আর তা শুনে চোখ কপালে উঠল সকলের। তিনি জানিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে দিনভর কাজ করার পরে ওই মহিলা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তিনি তার প্রেমিকার জন্য অন্য একটি মেয়ে (Woman Finds Partner Other Girl) খুঁজে উপহার দিয়েছেন।
advertisement
2/6
ভালবাসা নিঃসন্দেহে এক আশ্চর্য অনুভূতি। এক একজন মানুষ এই অনুভূতিকে নিজের মতো করে অনুভব করেন। ভালোবাসা ঘিরে প্রত্যেকের ভাবনা চিন্তা বিশ্বাসও আলাদা। তবে এটি এমন একটি অনুভূতি যেখানে দুটি মানুষ কাছাকাছি আসে একে অন্যকে ভালো রাখতে চেয়ে, একসঙ্গে ভালো থাকার স্বপ্নে। দুজনেই একে অপরের সুখ-দুঃখের সঙ্গী হয়।
advertisement
3/6
অনেক সময় এমন ঘটনা দেখা যায়, যেখানে তৃতীয় মানুষ ঢুকে পরে। আর তাতেই বেশিরভাগ সম্পর্ক ভেঙে যায়। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই মহিলা যা প্রকাশ করেছেন তা যেন সব চিরাচরিত ধারণাকেই ভেঙে দিয়েছে। মহিলা জানিয়েছেন, নিজের এবং প্রেমিকের মধ্যে তৃতীয় মহিলাকে নিয়ে আসতেই আসলে তাঁদের সম্পর্ক বেঁচে গিয়েছে।
advertisement
4/6
তার গল্প শেয়ার করে, শ্যানেল নামের ওই মহিলা বলেন, "তাঁর এই পদক্ষেপের পরে তাঁর এবং তার প্রেমিকের সম্পর্ক টিকে আছে। অর্থ উপার্জনের জন্য তাঁকে কাজ করতেই হবে। কিন্তু তিনি তাতে এতটাই ক্লান্ত হয়ে যান যে বাড়ি ফিরে তার প্রেমিক তাঁকে স্পর্শ করলে তিনি বিরক্ত হন। এই নিয়েই তাঁদের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে।
advertisement
5/6
কিন্তু সেটা তিনি হতে দিতে চাননি একেবারেই। তাই শ্যানেল তাঁর প্রেমিকের জন্য আরেকটি মেয়ে খুঁজে আনেন। এখন এই সিদ্ধান্তের পরে, তাঁর প্রেমিকও শ্যানেলের সঙ্গে খুশি এবং তাঁদের সম্পর্ক ভাঙার হাত থেকে রক্ষা পেয়েছে।
advertisement
6/6
সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়াতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটিজেনদের মধ্যে। কেউ কেউ যেমন শ্যানেলের সিদ্ধান্তে সহমর্মিতা দেখিয়েছেন কেউ আবার সমালোচনাও করেছেন। তবে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই পোস্ট ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Viral: তিন-তিনটে চাকরির পর ক্লান্ত হয়ে পড়তেন মহিলা, প্রেমিককে উপহার দিলেন সতীন?