লাল চেলি... লাল শাড়ি...! বরকে 'চমকে' দিলেন শ্যামলা মেয়ে 'শ্যামা'! আগুনের মতো ভাইরাল, না দেখলে মিস করবেন, সিওর!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral: আপাদমস্তক ভারতীয় পোশাক ও বাদামি ত্বকে ঝলমলে চমৎকার সাজ। অসামান্য সৌন্দর্যে বর থেকে বিয়েবাড়ির সকলের চোখে নিজের রূপ দিয়ে সৌন্দর্যের নতুন সংজ্ঞা রচনা করেন এই কনে।
advertisement
1/10

প্রতিটি মেয়ের কাছেই বিয়ের দিনটি খুবই বিশেষ। এই দিনের লুক নিয়ে প্রতিটি মেয়েই অনেক দিন আগে থেকে শুরু করে দেয় প্রস্তুতি। বিশেষ ওই দিনটিতে সুন্দর দেখাতে, মেয়েরা রূপটান থেকে মেক আপ সব কিছুতেই নেন যত্ন।
advertisement
2/10
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটি মেয়ের বিয়ের নানা মুহূর্তের ছবি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। আসলে এই মেয়েটি তাঁর শ্যামবর্ণ চেহারা ও অসামান্য বিয়ের সাজে কনের লুকে চমকে দিয়েছেন সকলকে।
advertisement
3/10
আপাদমস্তক ভারতীয় পোশাক ও বাদামি ত্বকে ঝলমলে চমৎকার সাজ। অসামান্য সৌন্দর্যে বর থেকে বিয়েবাড়ির সকলের চোখে নিজের রূপ দিয়ে সৌন্দর্যের নতুন সংজ্ঞা রচনা করেন এই কনে।
advertisement
4/10
শ্যামা প্রেমী নায়ার নামের এই কনের বিয়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল হচ্ছে। কেশব নামের একটি ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্যাম। সেই শ্যামেরই বিয়ের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে আগুনের মতো, এবং নেটিজেনরা তাঁর সৌন্দর্যে এককথায় মুগ্ধ।
advertisement
5/10
কেউ কেউ বলছেন সুন্দরী এই কনের লুক ভগবান কৃষ্ণের দ্বারা অনুপ্রাণিত। ভাইরাল ছবিতে শ্যামাকে একটি লাল রঙের জমকালো শাড়িতে দেখা যায়, যা তাঁর সৌন্দর্যের উজ্জ্বলতা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
advertisement
6/10
শ্যামা তাঁর বিয়েতে একটি খুবই সাধারণ এবং ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় ব্রাইডাল লুক বেছে নিয়েছিলেন যা সকলের নজর কেড়ে নিয়েছিল। একটি উজ্জ্বল লাল শাড়ি পরেছিলেন শ্যামা যা তাঁর সৌন্দর্যই শুধু বাড়ায়নি সেইসঙ্গে শাড়ির প্রতিটি ভাঁজের সূক্ষ্ম জরির কাজ শ্যামার সাজকে আরও রাজকীয় করে তুলেছিল।
advertisement
7/10
লাল শাড়ির সঙ্গে একটি নেট ফ্যাব্রিক ওড়না পরেছিলেন শ্যামা, যা তাঁর চেহারাকে আরও সুন্দর করে তুলেছিল। এই স্টাইলিশ এবং ঐতিহ্যবাহী লুক শ্যামা ও কেশবের বিয়ের বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলেছে।
advertisement
8/10
শ্যামা তার দক্ষিণ ভারতীয় শাড়ির সঙ্গে যে সোনার গয়না পরেছিলেন তা ছিল আরও আকর্ষণীয়। বিশেষত তাঁর কব্জির সোনার ব্রেসলেটটি ছিল খুবই নজরকাড়া, যা তাঁর হাতের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছিল।
advertisement
9/10
গলায় পরেছিলেন মানানসই একটি সুন্দর সোনার নেকলেস এবং কানে ছিল বড় দুল যার অনুষঙ্গ কনের সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছিল।
advertisement
10/10
শাড়ি-গয়না জমকালো হলেও কনের সাজ ছিল খুবই সূক্ষ্ম। চোখে ছিল কাজল এবং ঠোঁট রাঙিয়েছিল বাদামী লিপস্টিকে। নরম বাদামী রঙের ছোঁয়া শ্যামার উজ্জ্বল মুখকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। আর চুলে বেঁধেছিলেন সুন্দর খোঁপা যা তাঁর আভিজাত্যরই সূচক।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
লাল চেলি... লাল শাড়ি...! বরকে 'চমকে' দিলেন শ্যামলা মেয়ে 'শ্যামা'! আগুনের মতো ভাইরাল, না দেখলে মিস করবেন, সিওর!