TRENDING:

Viral Roll: ১ রোলেই ৫০ গ্রাম প্রোটিন...! আছে কী পেটের ভিতরে? চমকে যাবেন শুনলে! ছুটছেন জিম লাভার থেকে স্বাস্থ্য সচেতনরাও

Last Updated:
একবারে ৫০ গ্রাম প্রোটিন প্রদান করে সহজেই পুষ্টি ও প্রোটিনের ঘাটতিকে পূরণ করতে পারে এই রোল। তাই এই রোলের দাম রাখা হয়েছে ১০০ টাকা। এই দামে এই রোল সত্যিই অবাক করছে সকলকে। 
advertisement
1/8
১ রোলেই ৫০ গ্রাম প্রোটিন...! আছে কী পেটের ভিতরে? চমকে যাবেন শুনলে!
এগরোল কিংবা এগ চিকেন রোল খেয়েছেন অনেকেই। তবে এর থেকেও কিন্তু পর্যাপ্ত প্রোটিন পাওয়া প্রায় অসম্ভব। স্বাস্থ্য সচেতন মানুষেরা অথবা জিম লাভারেরা খাবারের তালিকায় ফাস্ট ফুড যুক্ত করতে পারেন না।
advertisement
2/8
তবে জেলা কোচবিহারের এক অভিনব রেস্তোরাঁ এবারে নিয়ে এলো এক বিশেষ রোল। এই একটি রোলের মধ্যে থাকছে এমন কিছু উপাদান যা সহজেই পুষ্টি ও প্রোটিনের ঘাটতিকে পূরণ করতে পারে।
advertisement
3/8
এই রোলের যা দাম রাখা হয়েছে। সেই দামে এই রোল সত্যিই অবাক করবে সকলকে। ইতিমধ্যেই বহু মানুষ অবাক করা এই রোল খেতে ছুটছেন এই রেস্তোরাঁয়।
advertisement
4/8
কর্নধার অভিরূপ ভট্টাচার্য জানান, "জেলা কোচবিহারে চিকেন রোল, এগ চিকেন রোল অথবা এগরোল প্রায় সর্বত্র কিনতে পাওয়া যায়। তবে বহু মানুষ রয়েছেন যারা স্বাস্থ্যের কথা ভেবে এগুলির কিছুই খেতে পারেন না। জিম যাঁরা করেন তাঁদের ফাস্ট ফুড প্রায় বাদই রাখতে হয়। তাই বিশেষ রোল তৈরি করা হয়েছে সকলের জন্য।"
advertisement
5/8
"যেই রোলের খেলেই ৫০ গ্রাম প্রোটিন পাবেন যেকোন মানুষ। এরমধ্যে উপাদান হিসেবে থাকছে চিকেন, দুটো ডিম (একটি সেদ্ধ এবং আরেকটি অমলেট), পনির এবং কিছু স্যালাড। আর পরোটা তৈরি করা হচ্ছে আটা দিয়ে। সব মিলিয়ে এই রোলের দাম রাখা হয়েছে ১০০ টাকা।"
advertisement
6/8
তিনি আরও জানান, "জেলায় এই প্রথম তাঁর এই রেস্তোরাঁ এই ধরনের রোল নিয়ে এসেছে। ফলে বহু জিম লাভার ও স্বাস্থ্য সচেতন মানুষেরা এই খেতে আসছেন তাঁর রেস্তোরাঁয়। এছাড়া সন্ধ্যে নামলেই এই রোলের চাহিদা বেড়ে উঠছে অনেকটাই।"
advertisement
7/8
রেস্তরাঁয় আসা এক গ্রাহক পার্থ ঘোষ জানান, "জেলা কোচবিহারের ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই রেস্তোরাঁ। তবে এই রেস্তরাঁর মধ্যে যেসমস্ত মেনু রয়েছে তা সত্যিই ভাল। নতুন আসা এই বিশেষ রোলের তো তুলনাই হয় না। এই রোল যেকোনো বয়সের মানুষ সহজেই খেতে পারবেন। এবং দারুণ পুষ্টিকর এই বিশেষ রোল।"
advertisement
8/8
বিশেষ এই রোলের কারণে রেস্তরাঁয় রোল খেতে বেশ অনেকটাই ভিড় পড়ছে ক্রেতাদের। উৎসবের মরশুমে শরীরকে সুস্থ ও সবল রাখতে এই রোল খেতেই পারেন। ১০০ টাকা দামের এক খাবারেই পাওয়া সম্ভব একেবারে ৫০ গ্রাম প্রোটিন। তাইতো ইতিমধ্যেই খাদ্য রসিকদের মধ্যেও ভাইরাল হয়েছে এই আকর্ষণীয় রোল।সার্থক পণ্ডিত
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Viral Roll: ১ রোলেই ৫০ গ্রাম প্রোটিন...! আছে কী পেটের ভিতরে? চমকে যাবেন শুনলে! ছুটছেন জিম লাভার থেকে স্বাস্থ্য সচেতনরাও
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল