TRENDING:

সাধ্বী, আইআইটি বাবা ছাড়ুন...! মহাকুম্ভের 'লেটেস্ট' হার্টথ্রব এই 'সুন্দরী'! কিন্তু ভাইরাল মেয়ের বিপদ 'কে'?

Last Updated:
MahaKumbh-Viral Girl: ইন্দোরের বাসিন্দা মোনালিসা মহাকুম্ভ মেলায় রুদ্রাক্ষের পুঁতি বিক্রি করতে এসেছিলেন, কিন্তু তার সরলতা, চোখা চোখ এবং মনকাড়া হাসি তাকে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে নিমেষেই।
advertisement
1/15
সাধ্বী, আইআইটি বাবা ছাড়ুন...! মহাকুম্ভের 'লেটেস্ট' হার্টথ্রব এই 'সুন্দরী'!
মহাকুম্ভ মেলা। ভারতের ঐতিহ্যশালী এই মেলা ঘিরে গোটা পৃথিবী জুড়ে চলে চর্চা। দেশ বিদেশ থেকে মানুষ প্রতি বছর এই সময়ে এসে পৌঁছন প্রয়াগরাজ। উত্তরপ্রদেশের প্রয়াগ হয়ে ওঠে এক মহা মিলন ক্ষেত্র।
advertisement
2/15
এই বছরও প্রতি বছরের মতো উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহা কুম্ভমেলা। আর এই মেলাকে ঘিরেই একের পর এক নতুন মুখ জনপ্রিয়তার শীর্ষ ছুঁয়ে ফেলছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
3/15
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছিলেন ভোপালের হর্ষ রিচারিয়া। সুন্দরী সাধ্বী হিসেবে চরম ভাইরাল হন ভোপালের এই মেয়ে।
advertisement
4/15
এ বছর মহাকুম্ভ মেলায় আইআইটি বাবা, খরানন্দ বাবা থেকে চা বাবা পর্যন্ত বেশ কিছু বাবাও হয়েছেন ভাইরাল। সবার দৃষ্টি আকর্ষণ করেছেন এঁরা। এবার সবার নজর কেড়েছে আরেক সুন্দরী তরুণী।
advertisement
5/15
এরই ধারাবাহিকতায় ভাইরাল ট্রেন্ডে এই মুহূর্তে শিরোনামে জ্বলজ্বল করছেন আরেক মেয়ে। নাম মোনালিসা। নজরে পড়েছেন মালা বিক্রেতা।
advertisement
6/15
ইন্দোরের বাসিন্দা মোনালিসা মহাকুম্ভ মেলায় রুদ্রাক্ষের পুঁতি বিক্রি করতে এসেছিলেন, কিন্তু তার সরলতা, চোখা চোখ এবং মনকাড়া হাসি তাকে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে নিমেষেই।
advertisement
7/15
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সাম্প্রতিক ভিডিওগুলিতে মোনালিসার সরলতা, হাসি এবং উত্তর দেওয়ার ভঙ্গি মানুষের মন জয় করেছে। মেলায় আসা মানুষ পণ্য কেনার চেয়ে মোনালিসার সঙ্গে সেলফি তলায় বেশি আগ্রহ দেখাচ্ছেন।
advertisement
8/15
এই মালা বিক্রেতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল শোরগোল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এরকমই একটি ভিডিও ইতিমধ্যেই ১৭ কোটিরও বেশি ভিউ এবং ৯ লাখেরও বেশি লাইক পেয়েছে।
advertisement
9/15
দ্য ভিঞ্চির মোনালিসার হাসির মতোই এই মোনালিসার হাসি আর চোখ সোশ্যাল হোক বা মেলা, কড়া নাড়ছিল বহু মানুষের মনের দরজায়। কিন্তু আচমকাই গল্পে এসেছে নতুন মোড়।
advertisement
10/15
মহাকুম্ভ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরেছেন মোনালিসা। জানা যাচ্ছে, মোনালিসা নামের বিখ্যাত এই মেয়ে মহাকুম্ভ ছেড়ে মহেশ্বরে নিজের বাড়িতে ফিরে এসেছেন। কিন্তু আচমকা এমন সিদ্ধান্ত কেন? কারণ কী?
advertisement
11/15
কারণ জানিয়েছেন ভাইরাল গার্ল মোনালিসা নিজেই। তাঁর জীবন বড় হুমকির মধ্যে রয়েছে এই জানিয়ে আতঙ্ক প্রকাশ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সুরক্ষার আবেদন জানিয়েছেন মোনালিসা। কিন্তু কীসের ভয় পাচ্ছেন এই মালা বিক্রেতা?
advertisement
12/15
মোনালিসা বলেন, বাইরে বের হলেই লোকজন তাঁকে ঘিরে ফেলছে। তাঁকে মহাকুম্ভ থেকে সরিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন অনেকে। লোকেরা তার সঙ্গে ফটো ক্লিক করার এবং ভিডিও করার চেষ্টা করছে আড়াল থেকে। যার কারণে তার রোজগারেও বিরূপ প্রভাব পড়ছে।
advertisement
13/15
মোনালিসা আরও বলেন, তাঁর পরিবার ঋণগ্রস্ত। এভাবে লোকজন ঘিরে থাকলে এবং হুমকির মুখে পড়লে তিনি আতঙ্কিত হয়ে পড়ছেন। তাই তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে নিরাপত্তা চেয়েছিলেন।
advertisement
14/15
মোনালিসা অভিনয় করতে চান:পরিস্থিতির চাপে পরে রোজগারে সমস্যায় জেরবার মোনালিসা শেষমেশ নিজের দেশে ফিরেছেন। তিনি নিজের ইউটিউব চ্যানেল তৈরি করেছেন। একটি ভিডিও শেয়ারও করেছেন তিনি।
advertisement
15/15
যেখানে তিনি পার্লারে বসে মেকআপ করছেন। সেই ভিডিওতে দেখা গিয়েছে বলিউডে কাজ করার প্রশ্নে মোনালিসা বলেন, তিনি অভিনয় করতে চান। ঐশ্বর্য রাই বচ্চনের মতোই ছবিতে অভিনেত্রী হতে চান একদিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
সাধ্বী, আইআইটি বাবা ছাড়ুন...! মহাকুম্ভের 'লেটেস্ট' হার্টথ্রব এই 'সুন্দরী'! কিন্তু ভাইরাল মেয়ের বিপদ 'কে'?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল