Vastu Tips for Belpatra: বেলপাতার সঙ্গে এই বাস্তু টিপস মানুন, সংসারের উপচে পড়বে অর্থ ও সুখশান্তি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Vastu Tips for Belpatra: বেলের ত্রিপত্রের সঙ্গে জড়িয়ে আছে কিছু বাস্তু টিপস৷ সেগুলি পালন না করলে সংসারের পক্ষে অমঙ্গলজনক
advertisement
1/8

ঐতিহ্য, পূজা পদ্ধতি এবং ভারতীয় সংস্কৃতিতে বিশেষ গুরুত্বপূর্ণ হল বেলপাতা বা বেলপত্র৷ শ্রীফল বা বেলগাছের পাতা ছাড়া আমাদের পুষ্পাঞ্জলি অসম্পূর্ণ৷
advertisement
2/8
তবে বেলের ত্রিপত্রের সঙ্গে জড়িয়ে আছে কিছু বাস্তু টিপস৷ সেগুলি পালন না করলে সংসারের পক্ষে অমঙ্গলজনক৷ তাই চেষ্টা করুন বেলপাতা ব্যবহারের সঙ্গে সেই বিধি পালন করতে৷
advertisement
3/8
পুজোর ফুল এবং বেলপাতা সব সময় স্নান করে পরিষ্কার বসন ও নির্মল হাতে তুলবেন৷ যে কোনও ফুল, ফল, পাতা তোলার আগে প্রণাম করে সেই বৃক্ষদেবতার আশীর্বাদ চাওয়া প্রার্থনীয়৷
advertisement
4/8
গাছ থেকে তোলার পর বেলপাতা ভাল করে ধুয়ে পরিষ্কার করে নেবেন৷ মহাদেবকে নিবেদন করার আগে বেলপাতার গায়ে চন্দনের স্পর্শে লিখুন ‘ওম’৷
advertisement
5/8
তবে সপ্তাহের কিছু বিশেষ দিন এবং তিথিতে বিল্বপত্র তোলা নিষিদ্ধ৷ সোমবার, মকর সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী ও নবমী তিথিতে বেলপাতা তুলবেন না৷
advertisement
6/8
বাড়িতে বেলগাছ থাকা অত্যন্ত শুভ৷ প্রচলিত বিশ্বাস, বাড়িতে বেলগাছ থাকলে সংসারে সুখ সমৃদ্ধি আসে৷ বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়৷ লাভ করা যায় মা লক্ষ্মীর আশীর্বাদ৷
advertisement
7/8
বাড়ির উত্তর পশ্চিম এবং উত্তর দক্ষিণ দিকে বেলগাছ রোপন করা সংসারের জন্য মঙ্গলজনক৷ এর প্রভাবে সংসারের অশুভ দ্বন্দ্ব দূর হয়৷
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vastu Tips for Belpatra: বেলপাতার সঙ্গে এই বাস্তু টিপস মানুন, সংসারের উপচে পড়বে অর্থ ও সুখশান্তি