Vastu tips for gold: বাস্তু শাস্ত্র মেনে বাড়ির আলমারির লকারে সোনার গয়না রাখুন এভাবে, সংসারে অর্থকষ্ট থাকবে না
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Vastu tips for gold: কিছু নিয়ম মেনে বাড়িতে রাখুন সোনার গয়না। তাহলে সংসারে উপচে পড়বে অর্থ, সুখ এবং সমৃদ্ধি।
advertisement
1/10

সোনার গয়না একদিকে যেমন দামী, অন্যদিকে তেমনই শুভ বলে ধরা হয়। তাই মঙ্গল অনুষ্ঠানে সোনাকে ধাতু হিসেবে রাখা হয় মাঙ্গল্যের প্রতীক স্বরূপ।
advertisement
2/10
শুধু সাজের অঙ্গ নয় সোনার গয়না। এই মাঙ্গল্য প্রতীককে বাড়িতে রাখতে হয় যথাযথ মর্যাদা সহকারে। নয়তো সংসারের অমঙ্গল হয় বলেই প্রাচীন বিশ্বাস।
advertisement
3/10
নির্দিষ্ট কিছু নিয়ম মেনে বাড়িতে রাখুন সোনার গয়না। তাহলে সংসারে উপচে পড়বে অর্থ, সুখ এবং সমৃদ্ধি।
advertisement
4/10
উত্তর দিককে বলা হয় কুবের ভগবানের দিশা। বাড়ির সেই দিকে রাখুন লকার বা আলমারি। তার ভিতরে রাখুন সোনার গয়না।
advertisement
5/10
এছাড়া বাড়ির দক্ষিণপশ্চিম, দক্ষিণ এবং পশ্চিম দিকও আদর্শ লকার ও তার ভিতরে সোনার গয়না রাখার জন্য।
advertisement
6/10
সোনার গয়না পরলে বা বাড়িতে রাখলে সংসারে সুখ, সমৃদ্ধি ও স্থিতি চিরস্থায়ী বলেই প্রাচীন বিশ্বাস।
advertisement
7/10
সব সময় লাল বা হলুদ কাপড়ের মধ্যে রাখুন সোনার গয়না। সঙ্গে দিন কিছু জাফরান। এই জ্যোতিষ টোটকা সংসারের জন্য শুভ বলে বিশ্বাস করা হয়।
advertisement
8/10
যে আলমারিতে সোনার গয়না রাখবেন সেটি যেন প্রবেশদ্বার বা বাথরুম থেকে দৃশ্যমান না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
advertisement
9/10
সব সময় গোলাকৃতি গয়না পরুন। তীক্ষ্ণ ধার রয়েছে, এমন গয়না পরলে অশুভ শক্তি সূচিত হতে পারে।
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vastu tips for gold: বাস্তু শাস্ত্র মেনে বাড়ির আলমারির লকারে সোনার গয়না রাখুন এভাবে, সংসারে অর্থকষ্ট থাকবে না