Vastu tips for sibling relationship: ভাইবোনের মধ্যে তিক্ততা? সম্পর্ক ভাল করতে মানুন এই বাস্তু টিপস
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Vastu tips for sibling relationship: আসুন জেনে নিই কিছু বাস্তু টিপস। যেগুলি মানলে ভাইবোনের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে।
advertisement
1/7

আসছে রাখিপূর্ণিমা। রক্ষাবন্ধনের সেই পুণ্যতিথিতে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন বোন। এই পুণ্যতিথি উপলক্ষে আসুন জেনে নিই কিছু বাস্তু টিপস। যেগুলি মানলে ভাইবোনের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে।
advertisement
2/7
বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ আরতি ঢাইয়ার মতে ঘরে গোলাপি পিরামিড থাকলে ভাইবোনের সম্পর্ক দৃঢ় হয়। তাদের মধ্যে সব অশান্তি দূর হয়।
advertisement
3/7
বাড়ির দক্ষিণপশ্চিম কোণে রাখুন ভাইবোনের ফ্রেমবন্দি ছবি। ফ্রেমের রং অফ হোয়াইট হলে ভাল।
advertisement
4/7
ঘরের উত্তর পশ্চিম কোণে রাখুন চৌকো আয়না। তবে বিছানার উল্টোদিকে আয়না রাখবেন না। এতে সম্পর্কে টানাপড়েন আসে।
advertisement
5/7
ঘরের দেওয়ালে কোনও ফাটল থাকলে মেরামত করে নিন। নইলে ভাইবোনের সম্পর্কে প্রভাব পড়ে।
advertisement
6/7
জুতো কখনও ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। সব সময় গুছিয়ে রাখুন জুতোর জন্য নির্দিষ্ট জায়গায়। এতে সম্পর্ক ভাল হয়।
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vastu tips for sibling relationship: ভাইবোনের মধ্যে তিক্ততা? সম্পর্ক ভাল করতে মানুন এই বাস্তু টিপস