TRENDING:

Vastu Tips for Happy Married Life: স্বামী-স্ত্রীর ঝগড়ায় বাড়িতে কাক চিল বসছে না? বাড়িতে এই জিনিসগুলি করে দেখুন তো, সুখী দাম্পত্যে ভেসে যাবেন

Last Updated:
Vastu Tips for Happy Married Life: যে কোনও দাম্পত্যে মতবিরোধ বা মনোমালিন্য থাকে৷ সেটা অল্পবিস্তর হলে মাত্রা ঠিক আছে৷ কিন্তু তার বেশি হলেই ছন্দোপতন হবে৷ কিছু বাস্তু টিপস মেনে চললে বিবাদ বিরোধ এড়িয়ে সুখী দাম্পত্য সম্ভব বলে মত বিশেষজ্ঞর৷
advertisement
1/7
স্বামী স্ত্রীর ঝগড়া থামছে না? এই বাস্তু টিপস মেনে দেখুন, সুখী দাম্পত্যে ভাসবেন
বিশ্বের সবকিছুর সঙ্গেই জড়িত বাস্তুতন্ত্র৷ সেরকমই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা৷ এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক বা দাম্পত্যও তার ব্যতিক্রম নয় বলে তাঁদের মত৷
advertisement
2/7
যে কোনও দাম্পত্যে মতবিরোধ বা মনোমালিন্য থাকে৷ সেটা অল্পবিস্তর হলে মাত্রা ঠিক আছে৷ কিন্তু তার বেশি হলেই ছন্দোপতন হবে৷ কিছু বাস্তুটিপস মেনে চললে বিবাদ বিরোধ এড়িয়ে সুখী দাম্পত্য সম্ভব বলে মত বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মার৷
advertisement
3/7
শোওয়ার ঘরে যেন সব সময় আলোবাতাস প্রচুর থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে৷ তবে সূর্যালোক সরাসরি বিছানায় পড়বে না৷ পড়বে ঘরের মেঝেতে৷ বিছানার পিছনে বা বাঁ দিক থেকে আলো প্রবেশ করতে হবে বেডরুমে৷
advertisement
4/7
সিলিং-য়ে কোনও বিমের নীচে বিছানা রাখবেন না৷ বিমের নীচে খাট রাখলে সম্পর্কে বাধাবিঘ্ন তৈরি হয় বলে মনে করা হয়৷ যদি একান্তই বিমের নীচে খাট রাখতে হয় তাহলে খাটের পাশে একটা বাঁশি বা উইন্ড চাইম রাখুন৷
advertisement
5/7
বাস্তু মতে বাথরুম কখনওই শোওয়ার ঘরের সঙ্গে লাগোয়া বা অ্যাটাচড হবে না৷ যদি অ্যাটাচড হয়ে থাকে তাহলে দরকার ছাড়া বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখুন৷ বিছানার নীচে বাতিল জিনিস জমিয়ে রাখবেন না৷
advertisement
6/7
শোওয়ার ঘরের দেওয়ার কখনওই সাদা, লাল বা উজ্জ্বল রঙের করবেন না৷ সবুজ, গোলাপি বা হালকা আকাশি রঙের করতে পারেন শোওয়ার ঘরের দেওয়াল৷ এতে পজিটিভ এনার্জিও ছড়িয়ে পড়ে৷
advertisement
7/7
হিংস্র বন্যপ্রাণীর ছবি কখনওই বেডরুমের দেওয়ালে রাখবেন না৷ সূর্যাস্ত, হতাশ ব্যক্তির অবয়ব রাখবেন না বেডরুমে৷ তাতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vastu Tips for Happy Married Life: স্বামী-স্ত্রীর ঝগড়ায় বাড়িতে কাক চিল বসছে না? বাড়িতে এই জিনিসগুলি করে দেখুন তো, সুখী দাম্পত্যে ভেসে যাবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল