TRENDING:

Vastu Tips for Rakshabandhan 2023 : রাখি পরানোর সময় পূজার থালিতে রাখুন এই জিনিসগুলি! বাস্তুশাস্ত্র মতে সুখের হবে জীবন! আসবে অর্থবৃষ্টি

Last Updated:
Vastu Tips for Rakshabandhan 2023: রাখি পরানোর সঙ্গে জুড়ে থাকে পূজা অর্চনার অনুষঙ্গও৷ জেনে নিন সেই নিয়মগুলি৷ যাতে বাস্তুশাস্ত্র মতে পালিত হয় সব নিয়ম৷
advertisement
1/8
রাখিপূর্ণিমায় পূজার থালিতে রাখুন এই জিনিসগুলি! সুখের হবে জীবন! আসবে অর্থবৃষ্টি
কিছু দিন পরই রাখিপূর্ণিমা৷ তিথি নক্ষত্র অনুযায়ী ভাই বা দাদার হাতে রাখি বেঁধে দেবেন বোন৷ রাখি পরানোর সঙ্গে জুড়ে থাকে পূজা অর্চনার অনুষঙ্গও৷ জেনে নিন সেই নিয়মগুলি৷ যাতে বাস্তুশাস্ত্র মতে পালিত হয় সব নিয়ম৷
advertisement
2/8
রাখি পরিয়ে দেওয়ার আগে বালগোপাল বা পরিবারের যিনি ইষ্টদেবতা আছেন, তাঁর পায়ে স্পর্শ করাতে হবে৷ পূজার থালিতে রাখি রেখে ইষ্টদেবতার পায়ে স্পর্শ করিয়ে তার পর সেই রাখি পরাতে হবে৷
advertisement
3/8
রাখি পরানোর পর ভাইয়ের কপালে এঁকে দিতে হয় পুণ্যতিলক৷ সিঁদুর বা কুমকুমের তিলক পরিয়ে দিন ভাইয়ের কপালে৷ এই চিহ্ন দেবী লক্ষ্মী তথা ধনসম্পদের প্রতীক বলে মনে করা হয়৷
advertisement
4/8
পুজোয় নিবেদন করা গোটা আতপচালকে বলা হয় অক্ষত৷ ছোট পাত্রে রেখে এই চাল লাগিয়ে দিন ভাইয়ের কপালে৷
advertisement
5/8
চন্দন হল মন শান্ত করার প্রতীক৷ ভাইয়ের কপালে চন্দনের তিলক এঁকে দিলে ভগবান বিষ্ণু ও গণেশের আশীর্বাদ পাওয়া যায় বলেই বিশ্বাস৷
advertisement
6/8
প্রজ্বলিত প্রদীপ মঙ্গল এবং শুভ আলোকের প্রতীক৷ রাখির থালায় রাখা প্রদীপে আরতি করুন ভাইয়ের৷ প্রদীপের আলোয় দেখুন ভাইয়ের মুখ৷
advertisement
7/8
রাখির থালিতে রাখুন মিষ্টি৷ বাড়িতে তৈরি সন্দেশ হলে খুবই ভাল৷ না হলে রাখুন দোকান থেকে কেনা মিষ্টি৷ সব রীতি নীতি পালন করে রাখি পরানোর পর মিষ্টিমুখ করিয়ে দিন ভাইয়ের৷
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vastu Tips for Rakshabandhan 2023 : রাখি পরানোর সময় পূজার থালিতে রাখুন এই জিনিসগুলি! বাস্তুশাস্ত্র মতে সুখের হবে জীবন! আসবে অর্থবৃষ্টি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল