Vastu Tips: অশুভ প্রভাব এড়াতে বাড়ি তৈরির সময় থাকতে হবে সতর্ক, এই নির্দিষ্ট দিকে বাথরুম না-বানানোই ভাল!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Do not build toilets in Southeast direction: বাস্তুশাস্ত্র মেনে শৌচাগার না-বানানোর কারণে সংসারে আর্থিক অনটন দেখা দিতে পারে। ব্যবসা-বাণিজ্য ও উন্নয়নও সে ক্ষেত্রে ব্যাহত হতে পারে।
advertisement
1/6

আমাদের দেশে বহু মানুষ সাধারণত বাস্তু শাস্ত্র মেনেই নিজেদের বাড়ি তৈরি করে থাকেন। আসলে বাস্তুশাস্ত্রে গৃহ নির্মাণ ও গৃহের অন্দরমহলের নির্মাণ-সজ্জার বিশেষ রীতি রয়েছে। আর এই রীতি মেনে শোওয়ার ঘর এবং বসার ঘর-সহ বাড়ির অন্যান্য প্রয়োজনীয় ঘর বা জিনিসপত্র রাখলে তা এক দিকে যেমন নয়নাভিরাম হয়, আবার তেমনই এর অত্যাশ্চর্য সুফলও রয়েছে। বাস্তুশাস্ত্রে সুপরিচিত বিশেষজ্ঞ আচার্য ইন্দু প্রকাশের কাছ থেকে আমরা জেনে নেব যে, বাড়ি তৈরি করার সময় বাড়ির ঠিক কোন অংশে শৌচাগার নির্মাণ করা উচিত। Representative Image
advertisement
2/6
বিশেষজ্ঞের মতে, বাস্তু শাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে কখনওই শৌচাগার তৈরি করা উচিত নয়। কারণ বাড়ির এই অংশে শৌচাগার নির্মাণকে অশুভ বলে গণ্য করা হয়। বাস্তুশাস্ত্র মেনে শৌচাগার না-বানানোর কারণে সংসার আর্থিক অনটন দেখা দিতে পারে। ব্যবসা-বাণিজ্য ও উন্নয়নও সে ক্ষেত্রে ব্যাহত হতে পারে। আবার শৌচাগারের রঙ সবুজ হলে তা জীবনের প্রতি পদে বাধার সৃষ্টি করে। Representative Image
advertisement
3/6
এখানেই শেষ নয়, এই অশুভ প্রভাব কিন্তু দীর্ঘস্থায়ী। কারণ প্রতি বছর গ্রীষ্ম ঋতুর আগমনের সঙ্গে সঙ্গে ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মজীবনেও সৌভাগ্য হ্রাস পাবে। গৃহকর্তার বড় কন্যা থাকলে সে সমস্যার সম্মুখীন হতে পারে। এমনকী প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টার মধ্যে অর্থাৎ প্রাতঃকালীন সময়ে মনে নানা বিভ্রান্তি দানা বাঁধতে পারে। Representative Image
advertisement
4/6
কিন্তু এর প্রতিকারই বা কী? আসলে এক বার বাড়ি তৈরি হয়ে গেলে তো শৌচাগারের অবস্থান বদলানো খুবই মুশকিল হয়ে পড়ে। যদি কোনও কারণে বাড়ির দক্ষিণ-পূর্ব কোণ বা অগ্নিকোণ থেকে শৌচাগারের অবস্থান বদলানো না-যায়, তাহলে ওই নির্দিষ্ট কোণে বেশ খানিকটা কাঠ রেখে তার উপর এক বাটি সি-সল্ট বা সামুদ্রিক লবণ রেখে দিতে হবে। এতে বাস্তুর অশুভ প্রভাব অনেকটাই কেটে যাবে। Representative Image
advertisement
5/6
এছাড়াও শৌচাগারে অনেক সময় আমরা যে কাচের জানলা ব্যবহার করি, সেটার অবস্থানের কারণেও জীবনে সমস্যা তৈরি হতে পারে। তাই বাস্তু বিশারদদের পরামর্শ, শৌচাগারের উত্তর বা পূর্ব দিকের দেওয়ালেই কাচের জানলা বসানো উচিত। শুধু তা-ই নয়, শৌচাগারের দরজাও সেদিকেই রাখা উচিত। সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে, কখনওই শৌচাগারের দরজায় দেব-দেবীর ছবি লাগানো উচিত নয়। এতে গৃহে বিরূপ প্রভাব পড়তে পারে। Representative Image
advertisement
6/6
অনেকের বাড়িতেই দেখা যায় যে, রান্নাঘর কিংবা ঠাকুর ঘর শৌচাগার সংলগ্ন। অর্থাৎ শৌচাগার এবং রান্নাঘর অথবা ঠাকুর ঘরের কমন দেওয়াল। এতেও কিন্তু সংসারে অশুভ প্রভাব বৃদ্ধি পাবে। বিশেষ করে শৌচাগার কখনওই ঠাকুর ঘর সংলগ্ন হওয়া উচিত নয়। সেই সঙ্গে বাথরুমের জল নিকাশি ব্যবস্থা নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। উত্তর বা পূর্ব অথবা উত্তর-পূর্ব দিকে জলনিকাশি ব্যবস্থা বাথরুমের ক্ষেত্রে যথার্থ। Representative Image
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vastu Tips: অশুভ প্রভাব এড়াতে বাড়ি তৈরির সময় থাকতে হবে সতর্ক, এই নির্দিষ্ট দিকে বাথরুম না-বানানোই ভাল!