'তোমার সিট আছে তো...?' ছেঁড়া জ্যাকেট, মুখে কালি, বন্দেভারত ট্রেনে 'ভিখারি'! দেখেই রে রে করে উঠল গার্ড! উত্তর শুনতেই ঘাম ছুটল টিটির
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vande Bharat: অতি সাধারণ মধ্যবিত্ত মানুষও চাইলেই এই ট্রেনে ভ্রমণ করতে পারেন না কারণ এতটাই এই ট্রেনের ভাড়া ও চাহিদা। তাই কেউ মোটেই সহজে এটা কল্পনা করতে পারবেন না যে এই ট্রেনে একজন ভিখারি ভ্রমণ করছে!
advertisement
1/15

এই মুহূর্তে দেশের সবচেয়ে বিলাসবহুল ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনে যাত্রা করা সকলের কাছেই প্রায় স্বপ্ন সমান। বস্তুত এই বন্দে ভারত ট্রেনটির গতি এবং দুর্দান্ত সব সুযোগ-সুবিধা-ফিচার এটিকে এককথায় দেশের প্রিমিয়াম ট্রেনে পরিণত করেছে। Image: News 18
advertisement
2/15
অতি সাধারণ মধ্যবিত্ত মানুষও চাইলেই এই ট্রেনে ভ্রমণ করতে পারেন না কারণ এতটাই এই ট্রেনের ভাড়া ও চাহিদা। তাই কেউ মোটেই সহজে এটা কল্পনা করতে পারবেন না যে এই ট্রেনে একজন ভিখারি ভ্রমণ করছে! Image: File Photo
advertisement
3/15
আন্দাজ করাই যায় এই প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে একজন 'ভিক্ষুক'কে ভ্রমণ করতে দেখলে নিঃসন্দেহে হকচকিয়ে যাবেন টিটি থেকে ভিআইপি যাত্রী ও রেলকর্মীরাও। কিন্তু সত্যি যদি এমনটা হয় কী হতে পারে? Image: File Photo
advertisement
4/15
এই প্রশ্নের উত্তর খুঁজতে ও মানুষের প্রতিক্রিয়া ক্যামেরাবন্দি করার জন্যই, 'এক্সপেরিমেন্ট কিং' নামের একটি ইউটিউব চ্যানেল সম্প্রতি তাদের দলের শিবরাজ নামের এক যুবককে 'ভিক্ষুক' সাজিয়ে শতাব্দী এবং বন্দে ভারত ট্রেনে ভ্রমণ করায়। আর তাতেই মানুষের অদ্ভুত প্রতিক্রিয়া ক্যামেরায় ধরা পড়ে যায়। Representative Image
advertisement
5/15
ইউটিউব চ্যানেলটির গোটা দলটি শতাব্দী ও বন্দে ভারতে ভ্রমণ করেছিল একসঙ্গে। আরও মজার বিষয় এই প্র্যাঙ্কটি করতে গোটা দলটি কাছাকাছি ৫-৬টি আসন বুক করে নিয়েছিল। তারপর তারা সম্পূর্ণ অপরিচিতের মতো ভিখারি সাজের ওই যুবক, অর্থাৎ শিবরাজের সামনেই ট্রেনে অচেনা মানুষের মতো দিব্যি বসে ছিল। Image : News 18
advertisement
6/15
ট্রেনে ওঠার আগে শিবরাজ তাঁর সাজসজ্জা করেছিলেন একেবারেই এক 'ভিক্ষুকের' মতো। ছেঁড়া কাপড়, মুখে একটু কালি লেগে আছে। ছেঁড়া জ্যাকেট, লম্বা তোয়ালে এবং বড় ব্যাগ নিয়ে সে ট্রেন যাত্রা শুরু করে। Image : News18
advertisement
7/15
আগেই অবশ্য একটি বৈধ টিকিট এবং আধার কার্ড নিয়ে, শিবরাজ তাঁর বন্ধুদের সঙ্গে জয়পুর রেলস্টেশনে পৌঁছন। ১২০১৬ শতাব্দী এক্সপ্রেস জয়পুর থেকে বিকেল ৫:৩০ নাগাদ ছেড়ে রাত ৯:৩০ মিনিটে নয়াদিল্লি পৌঁছয়। File Image
advertisement
8/15
শতাব্দী এক্সপ্রেস প্ল্যাটফর্মে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই শিবরাজের দলের সদস্যরা কোচে উঠে পড়েন। তারপর অবশেষে শিবরাজ একজন 'ভিক্ষুকের' সাজে কোচে ওঠেন। শিবরাজ কোচে ঢোকার সঙ্গে সঙ্গে তাঁকে মাঝপথেই থামিয়ে দেয় অ্যাটেনডেন্ট। Representative File Image
advertisement
9/15
তবে শিবরাজ যখন তাঁর টিকিট দেখান, তখন তাঁকে এগিয়ে যাওয়ার অনুমতি দিতেই হয় গার্ডকে। কোচে আচমকা এক ভিক্ষুককে দেখতেই সবাই তাঁর দিকে ফ্যালফ্যাল করে তাকাতে থাকে। কেউ কেউ আবার ঘৃণার চোখে তাকায়, আবার কেউ কেউ বিরক্তিতে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। আর কিছু লোক ছিল যারা বারবার ঘুরে ঘুরে শিবরাজকে দেখছিল। Representative File Image
advertisement
10/15
কিছুক্ষণ পর রেলের স্টাফ এগিয়ে আসে শিবরাজের দিকে। রীতিমত হুমকি দিয়ে বলে, 'দাঁড়াও, তোমার এখানে থাকা চলবে না।' হইচই শুনে টিটিও এসে হাজির। শিবরাজ টিটিকে তৎক্ষণাৎ তাঁর টিকিট দেখান। দেখান আধার কার্ডও।
advertisement
11/15
টিটি ভাল করে টিকিট পরীক্ষা করে জানান টিকিট সঠিক এবং তাঁর আধার কার্ডটিও ভুল নয়। অবশেষে অবশ্য রণে ভঙ্গ দেন ওই গার্ড। উল্টে শিবরাজের কাছে ক্ষমা চেয়ে বলেন, "কিছু মনে কোরো না। আসলে তোমার চেহারাই এমন।" AI Created Representative Image
advertisement
12/15
এরপর শিবরাজ ভিক্ষুকের ছদ্মবেশেই রাতে নয়াদিল্লিতে পৌঁছন এবং তাঁর দলও সেখানে পৌঁছয়। এরপরের দিন সন্ধ্যা ৬:২৩ মিনিটে পুরো গ্রুপটি ফের চণ্ডীগড়-আজমের বন্দে ভারত ট্রেনে উঠে পড়ে। শিবরাজ এবারও 'ভিখারির' সাজেই ট্রেনে ওঠেন এবং দেশের সবচেয়ে বিলাসবহুল ট্রেন 'বন্দে ভারত'-এ চড়ে বসেন দিব্যি বহাল তবিয়তে। File Image
advertisement
13/15
বন্দে ভারত ট্রেনে ওঠার আগেই অবশ্য এখানেও শিবরাজকে গেটে থামানো হয়। তিনবার চেকিংয়ের পর তাঁকে ভিতরে ঢুকতে দেওয়া হয়। প্রত্যেক গার্ড এসে 'ভিক্ষুক'রূপী শিবরাজকে একই কথা বার বার জিজ্ঞাসা করতে থাকল - 'তোমার কি সিট আদৌ আছে এই ট্রেনে?'
advertisement
14/15
এরপর ট্রেনটি আজমীর পৌঁছানোর সঙ্গে সঙ্গে এবং শিবরাজ কোচ থেকে নামার পরেই প্ল্যাটফর্মে উপস্থিত টিটি তাঁকে ধরে ফেলে। শিবরাজ বারবার জানায় যে তাঁর কাছে টিকিট আছে। কিন্তু তাতেও বিশ্বাস করতে চায় না টিটি। শিবরাজ শেষমেশ তাঁর ব্যাগ খুলে টিকিটটি দেখান, তখনই টিটি শেষমেশ তাঁকে বিশ্বাস করেন।
advertisement
15/15
প্রসঙ্গত, জনপ্রিয় ইউটিউব চ্যানেল এক্সপেরিমেন্ট কিং এমন অদ্ভুত চ্যালেঞ্জিং ভিডিও প্রায়শই তৈরি করে, যার উদ্দেশ্য মূলত বিনোদনের পাশাপাশি নানা বিষয়ে জনসাধারণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা। এই ভিডিওটি সেক্ষেত্রে নিঃসন্দেহে খুবই কার্যকরী। News 18 File Image
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
'তোমার সিট আছে তো...?' ছেঁড়া জ্যাকেট, মুখে কালি, বন্দেভারত ট্রেনে 'ভিখারি'! দেখেই রে রে করে উঠল গার্ড! উত্তর শুনতেই ঘাম ছুটল টিটির