TRENDING:

Valentine Day 2023: স্রেফ টেডি উপহার দেবেন এই ভ্যালেন্টাইন উইকের টেডি ডে-তে? না কি টেডি আছে এমন অভিনব কিছু? ঠিক করুন নিজেই!

Last Updated:
Valentine Day 2023: টেডি ডে-তে সঙ্গিনীকে দেওয়ার জন্য এর থেকে ভাল উপহার আর কী হতে পারে! মুখ ফুটে বলতে হবে না, নিজের অনুভূতিগুলোকে ভাষা দিয়ে দেবে ছোট্ট টেডি।
advertisement
1/9
স্রেফ টেডি উপহার দেবেন এই ভ্যালেন্টাইন উইকের টেডি ডে-তে? ঠিক করুন নিজেই!
নরম, তুলতুলে ভাল্লুক। ছোট ছোট চোখ। বোঁচা নাক। দেখলেই মনে হয়, জড়িয়ে আদর করি। টেডি ডে-তে সঙ্গিনীকে দেওয়ার জন্য এর থেকে ভাল উপহার আর কী হতে পারে!
advertisement
2/9
মুখ ফুটে বলতে হবে না, নিজের অনুভূতিগুলোকে ভাষা দিয়ে দেবে ছোট্ট টেডি। তবে স্রেফ একটা টেডি এই ভ্যালেন্টাইন উইকের টেডি ডে-তে উপহার পাবেন অনেকে। সেই ভিড়ে বিশেষ মানুষটির জন্য বিশেষ উপহার কী হতে পারে যেখানে টেডিও হাজিরা দিচ্ছে?
advertisement
3/9
বড় টেডি সঙ্গে হার্ট: বড় লাল টেডি বিয়ার। সঙ্গে একটা হার্ট। সঙ্গিনীকে ‘আমি তোমায় ভালোবাসি’ বলার দরকার নেই। এই উপহার পেলে তিনি নিজেই বুঝে যাবেন এই গোপন কথা। টেডি হাতে নেওয়ার পর তাঁর মুখের হাসিতেই লেখা থাকবে উত্তর।
advertisement
4/9
জায়েন্ট টেডি, সঙ্গে লাল গোলাপ: বড় টেডি আর লাল গোলাপ, দুটোই প্রেমের প্রতীক। আর যদি লাল গোলাপ দিয়ে বানানো টেডি হয় তাহলে তো কথাই নেই। টেডি ডে-তে প্রিয়তমার জন্য আদর্শ উপহার। হলফ করে বলা যায়, প্রিয়জনের খুশির সীমা থাকবে না।
advertisement
5/9
টেডি এবং চকোলেটের কম্বো: টেডি আর চকোলেটের কম্বো অব্যর্থ। প্রিয়তমার জন্য এটাও হতে পারে আদর্শ উপহার। এই উপহারের সঙ্গে মাধুর্য এবং বুদ্ধি মিশে আছে। টেডি তাঁকে দেবে ভালোবাসার উষ্ণতা এবং চকোলেট নিয়ে আসবে স্বর্গীয় স্বাদ। এক ঢিলে দুই পাখি!
advertisement
6/9
টেডি শোপিস: সুন্দর টেডি শোপিস। প্রিয়জনকে যত্নে রাখা বোঝায়। গভীর ভালোবাসার প্রতীক তো বটেই, ভাল ঘর সাজানোর আইটেমও। সঙ্গিনীকে প্রিয়জনের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তগুলোর কথা মনে করিয়ে দেবে।
advertisement
7/9
টেডি বোকে: টেডি বিয়ার যে কী পরিমাণ ভালবাসা এবং সুখানুভূতি ছড়িয়ে দিতে পারে তা ভাষায় প্রকাশ করা যায় না। প্রিয়জনকে টেডি বিয়ারের বোকে দিলে তিনি যে কতটা আনন্দ পাবেন তা কল্পনাও করা যায় না। অনেকগুলো ছোট টেডি দিয়ে তৈরি একটা বোকে- এমন দিনে তো শুধু এটাই চাওয়া।
advertisement
8/9
টেডি এবং ফুল: ফুল কমনীয়তা ছড়িয়ে দেয়। টেডি বিয়ারের সঙ্গে ফুলের তোড়া ছড়িয়ে দেবে প্রেমের মোহ। এই উপহার পছন্দ না হয়ে যায় না। বা ফুল দিয়েও তৈরি করা যায় একটা টেডি বিয়ার।
advertisement
9/9
টেডি কুশন: এটাও কিন্তু দুর্দান্ত। মিষ্টি টেডি বিয়ারের কুশন একইসঙ্গে উপহার, আবার কাজের জিনিসও। সঙ্গিনী প্রেমের স্মৃতিচিহ্ন হিসাবে এটাকে বেডরুমে রাখতে পারেন। মিষ্টি মুহূর্তের স্মৃতি মনে করিয়ে দেবে।  
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentine Day 2023: স্রেফ টেডি উপহার দেবেন এই ভ্যালেন্টাইন উইকের টেডি ডে-তে? না কি টেডি আছে এমন অভিনব কিছু? ঠিক করুন নিজেই!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল