advertisement
1/8

দাম্পত্য জীবেনের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটি হল শয্যা। দৈহিক চাহিদা শুধু নয়, শয্যা দু’টি মানুষকে আরও বিবিধ উপায়ে কাছাকাছি নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে শয্যা সম্পর্কে কতগুলো বিধি মেনে চললে দাম্পত্য সমস্যা, এমনকী বিবাহ বিচ্ছেদের মতো দুর্ঘটনাও এড়ানো সম্ভব বলে জানায় বাস্তুজ্ঞান। (Photo collected)
advertisement
2/8
আপনার খাটকে রাখুন উত্তর-উত্তর পশ্চিম-দক্ষিণ-দক্ষিণ পশ্চিম অভিমুখে। এতে নিরুদ্বিগ্ন দাম্পত্য নিশ্চিত হবে বলে জানাচ্ছে বাস্তু (Photo collected)
advertisement
3/8
বেডরুমে ল্যাপটপ, কম্পিউটার বা অন্য কোনও ইলেক্ট্রনিক যন্ত্র না থাকাই বাঞ্ছনীয়। (Photo collected)
advertisement
4/8
শোওয়ার ঘরে মৃত কোনও ব্যক্তির ছবি রাখবেন না। দেবতার মূর্তিও রাখতে বারণ করছে বাস্তু। (Photo collected)
advertisement
5/8
এক খাটে দু’টি আলাদা ম্যাট্রেস রাখবেন না। (Photo collected)
advertisement
6/8
ছেঁড়া বা সেলাই করা ছাদর বিছানায় ব্যবহার করবেন না। এতে অশুভ শক্তি প্রশ্রয় পায়। (Photo collected)
advertisement
7/8
শয়নকক্ষে আয়না বা দর্পণ থাকে এবং রতিক্রিয়ার প্রতিচ্ছবি তারা নিজেরা দেখতে পায় অতি সহজেই, জানবেন সেই গৃহে বসবাসকারী স্বামী-স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি স্থান করে নেয় অতি সহজেই। (Photo collected)
advertisement
8/8
যদি স্বামী-স্ত্রীর শয়নস্থানের ওপর বিম থাকে তা হলে ওই স্বামী-স্ত্রী রতিক্রিয়ায় অতৃপ্তি সহ মনোমালিন্যে ভোগে। এ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তি স্থান করে নেয় অতি সহজেই। (Photo collected)