Uses Of Eggshells: বাতের ব্যথায় কাতর! মুখে কালো দাগ-ছোপ! ডিমের খোলা ফেলে না দিয়ে ব্যবহার করুন! জানুন পদ্ধতি
- Published by:Piya Banerjee
- local18
Last Updated:
Uses Of Eggshells: ডিমের খোলা কী কী কাজে ব্যবহার হয় আপনি ভাবতেও পারবেন না! রোগ মুক্তি থেকে শুরু করে বাড়ির কাজ! সবেতেই লাগবে! জানুন পদ্ধতি
advertisement
1/5

ডিমের খোসা বা খোলা ফেলে দিচ্ছেন? জানেন না কত কাজে লাগে এই খোলা! কফির তেতো স্বাদ কমাতে কফির সঙ্গে ডিমের খোসার গুঁড়ো এক চিমটে মিশিয়ে দিন। তারপর খান। দেখবেন তেতোভাব কেটে গিয়েছে। photo source collected
advertisement
2/5
বাগানের চারপাশে, গাছের গোড়ায় গোড়ায় ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিন। পোকা-মাকড় গাছের ধারে কাছেও ঘেঁষবে না। গাছ নষ্ট হবে না। photo source collected
advertisement
3/5
১টা ডিমের সাদা অংশের সঙ্গে একটা বা দু’টো ডিমের খোসা ভাল করে গুঁড়ো করে মিশিয়ে নিন। এ বার ওই প্যাক মুখে ১৫ মিনিট মতো লাগিয়ে রেখে উষ্ণ জল দিয়ে আলতো ঘষে ধুয়ে ফেলুন! এতে তাড়াতাড়ি ত্বকের কালো ভাব কেটে যাবে। photo source collected
advertisement
4/5
বাসন পরিস্কার করার জন্য ব্যবহার করুন ডিমের খোসা। বাসনের পোড়া, চটচটে দাগ খুব সহজেই উঠে যাবে। ঝকঝকে হবে বাসন। photo source collected
advertisement
5/5
গাঁটের ব্যথা বা জয়েন্ট পেইন কমাতে ডিমের খোসার জুরি মেলা ভার! একটি পাত্রে অ্যাপল সিডার ভিনিগারের সঙ্গে একটা গোটা ডিমের খোসা ভাল করে গুঁড়ো করে মিশিয়ে নিন। তারপর কিছুক্ষণ রেখে ওই মিশ্রণ ব্যথার জায়গায় লাগিয়ে দিন। কয়েক দিন নিয়মিত করলে ব্যথা গায়েব হয়ে যাবে। photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Uses Of Eggshells: বাতের ব্যথায় কাতর! মুখে কালো দাগ-ছোপ! ডিমের খোলা ফেলে না দিয়ে ব্যবহার করুন! জানুন পদ্ধতি