প্যান্টি লাইনার কী? কেন ও কখন এটা ব্যবহার করবেন গোপনাঙ্গের সুস্থতার জন্য, মহিলারা জেনে নিন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Women Hygiene: আমরা অনেকেই জানি না ‘প্যান্টি লাইনার’ ঠিক কী জিনিস৷ অথচ মহিলাদের গোপনাঙ্গের সুস্থতার জন্য এটা খুবই দরকারি
advertisement
1/7

স্যানিটরি ন্যাপকিন শব্দদুটোর আধুনিক মহিলাদের পরিচয় দীর্ঘ দিনের ৷ কিন্তু আমরা অনেকেই জানি না ‘প্যান্টি লাইনার’ ঠিক কী জিনিস৷ অথচ মহিলাদের গোপনাঙ্গের সুস্থতার জন্য এটা খুবই দরকারি৷ আসলে স্যানিটরি ন্যাপকিনের ছোট সংস্করণ এই প্যান্টি লাইনার৷ ন্যাপকিনের তুলনায় বেশ ছোট, পাতলা ও শোষণ ক্ষমতা কম৷
advertisement
2/7
ঋতুস্রাবের যে দিন রক্তস্রাব কম হয়, সেদিন প্যান্টি লাইনার ব্যবহার করা যায়৷ বা, অনেকের ব্লাড স্পটিং হয় ঋতুস্রাবের আগে ও পরে৷ সে সব দিনেও অন্তর্বাসে রাখা যায় এই পাতলা আস্তরন৷ তবে সাদা শ্রাবের সময় প্যান্টি লাইনার খুবই কার্যকর৷
advertisement
3/7
শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্যই মহিলাদের গোপনাঙ্গ আর্দ্র থাকে৷ তবে এই আর্দ্রতার জন্যই এখানে ব্রণ ও অন্যান্য সংক্রমণ দেখা দেয়৷ প্যান্টি লাইনার নিলে সংক্রমণের কারণ জীবাণুদের বংশবৃদ্ধি কম হয়
advertisement
4/7
মহিলাদের গোপনাঙ্গের অন্তর্বাস এক বার ব্যবহার করলে পরের বার পরার আগে না কাচলে হয় না৷ কোথাও বেড়াতে গেলে বা অন্য প্রতিকূল পরিবেশে অনেক সময় সেটা সম্ভব হয় না৷ প্যান্টি লাইনার ব্যবহার করলে অন্তর্বাস অতটা অপরিচ্ছন্ন হয় না৷
advertisement
5/7
অতিরিক্ত কায়িক পরিশ্রম করলে ঘাম বেশি হয়৷ মহিলাদের গোপনাঙ্গেও ঘাম বেশি হওয়ার প্রবণতা থাকে৷ প্যান্টি লাইনার ব্যবহার করলে গোপনাঙ্গে ঘামের সমস্যা থেকে রেহাই মেলে৷
advertisement
6/7
ঋতুস্রাব বা রজঃস্রাবের আগে এবং পরে সাদা স্রাব খুবই স্বাভাবিক৷ এছাড়া ঋতুস্রাব শুরু এবং শেষের দিকে হাল্কা রক্তস্রাব হয় ৷ সে সময় প্যান্টি লাইনার পরলে চলাফেরা স্বচ্ছন্দ হয়৷ এতে ভ্যাজাইনা শুষ্ক থাকে৷ সংক্রমণের আশঙ্কা কমে৷ স্বাভাবিক পিএইচ ভারসাম্যও বজায় থাকে৷
advertisement
7/7
তবে সব জিনিসেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে৷ তাই প্যান্টি লাইনার থেকেও সমস্যা হতে পারে৷ ব্যবহারের আগে অবশ্যই স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
প্যান্টি লাইনার কী? কেন ও কখন এটা ব্যবহার করবেন গোপনাঙ্গের সুস্থতার জন্য, মহিলারা জেনে নিন