Lip Care Tips: শীত আসার আগেই ঠোঁট ফাটছে? জ্বলছে? এই কাজেই ঠোঁট থাকবে তুলোর মতো তুলতুলে!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Lip Care Tips: প্রকৃতিকে হেমন্তের আবাহন। কিন্তু কারো কারো ঠোঁটে শীতের রুক্ষতা। ফলে ফাটছে ঠোঁট। কিন্তু শীতের আগেই কেন ঠোঁট ফাটছে? জানুন কারণ ও সমাধান।
advertisement
1/6

শীত আসার আগেই শুকিয়ে যাচ্ছে ঠোঁট? খাবার খেতে অসুবিধা হচ্ছে জ্বালা করছে?
advertisement
2/6
প্রকৃতিকে হেমন্তের আবাহন। কিন্তু কারো কারো ঠোঁটে শীতের রুক্ষতা। ফলে ফাটছে ঠোঁট। কিন্তু শীতের আগেই কেন ঠোঁট ফাটছে? জানুন কারণ ও সমাধান।
advertisement
3/6
অনেকেই বাজারের প্রসাধনীর উপর ভরসা করেন। তবে, সেটা অনেকক্ষেত্রেই হিতে বিপরীত হয়।
advertisement
4/6
তবে, জিভ দিয়ে অনেকেই ঠোঁট ভেজান। কিন্তু তাতে শুষ্কতা আরও বেড়ে যায়। কিন্তু তাতে শুষ্কতা আরও বেড়ে যায়।
advertisement
5/6
কারণ লালায় উপস্থিত এনজাইম এটা করে। তবে, ঘরোয়া সামগ্রী দিয়েও সমাধান সম্ভব।
advertisement
6/6
অ‍্যালোভেরা জেলের সাহায‍্য নিতে পারেন। গ্লিসারিন, নারকেল তেলও খুব উপকারী। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lip Care Tips: শীত আসার আগেই ঠোঁট ফাটছে? জ্বলছে? এই কাজেই ঠোঁট থাকবে তুলোর মতো তুলতুলে!