TRENDING:

Urja: নারীত্বের সৌন্দর্য, শক্তি এবং উদ্যমের উদযাপন; কলকাতার বুকে অনুষ্ঠিত হচ্ছে এক অনন্য প্রদর্শনী - ‘উর্জা’

Last Updated:
এটা মূলত চিত্র এবং ভাস্কর্যের একটা প্রদর্শনী। যেখানে অংশগ্রহণ করেছেন চার জন খ্যাতনামা শিল্পী - উমা রায়চৌধুরী, হিমশিখা পালিত, সুতপা সেনগুপ্ত এবং শর্মিষ্ঠা রায়চৌধুরী।
advertisement
1/7
নারীত্বের সৌন্দর্য, শক্তি এবং উদ্যমের উদযাপন; কলকাতার বুকে অনুষ্ঠিত হল ‘উর্জা’
নারীত্বের উদযাপন করতে শহরে অনুষ্ঠিত হচ্ছে উর্জা (Urja)। এটা মূলত চিত্র এবং ভাস্কর্যের একটা প্রদর্শনী। যেখানে অংশগ্রহণ করেছেন চার জন খ্যাতনামা শিল্পী - উমা রায়চৌধুরী, হিমশিখা পালিত, সুতপা সেনগুপ্ত এবং শর্মিষ্ঠা রায়চৌধুরী। এই প্রদশর্নীর মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে নারীত্বের সৌন্দর্য, শক্তি এবং উদ্যমকে সুন্দর ভাবে চিত্রায়িত করা হবে।
advertisement
2/7
এহেন চিত্র এবং ভাস্কর্যের প্রদর্শনী চাক্ষুষ করে দেখার জন্য আসতেই হবে আইসিসিআর-এর অবনীন্দ্রনাথ ঠাকুর গ্যালারিতে। ৩০ নভেম্বর ২০২৪ তারিখ থেকে থেকে শুরু হয়েছে উর্জা। যা চলবে আগামী ৪ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। দুপুর ২টো থেকে ৭টা পর্যন্ত দেখা যাবে এই প্রদর্শনী।
advertisement
3/7
‘উর্জা’-র অর্থ হল শক্তি। যা সমস্ত ক্ষেত্রে বিরাজ করে। বলা ভাল যে, সমস্ত জীবজগতের চালিকাশক্তিই হল উর্জা। যেটা আমাদের বাঁচিয়ে রাখে, এগিয়ে নিয়ে যায় এবং জীবজগতের মধ্যে একটা সুন্দর মেলবন্ধনও গড়ে তোলে। অর্থাৎ উর্জা হল চিরন্তন সত্য। আর উর্জা-র এই বিষয়টায় ফুটে উঠবে প্রদর্শনীতে।
advertisement
4/7
আর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের সব বয়সের মানুষের জীবনের সঙ্গে অনুরণিত হবে। আর উর্জা শব্দটির সংস্কৃত অর্থের সঙ্গে সাযুজ্য বজায় রাখার ফলে এই প্রদর্শনী আর শুধুমাত্র আর্ট শোয়ে সীমাবদ্ধ নেই। বরং এটা জীবন এবং অনুপ্রেরণার একটা মেলবন্ধন হয়ে উঠেছে।
advertisement
5/7
তথাকথিত কোনও আর্ট স্কুলে না গেলেও ভাস্কর্য বা মডেলিং অসাধারণ ভাবে ফুটিয়ে তুলতে পারেন ভাস্কর্য শিল্পী উমা রায়চৌধুরী। বিশেষ করে মুখের আদল মডেলিংয়ের ক্ষেত্রে তাঁর অসামান্য দক্ষতা রয়েছে। তবে আর্ট স্কুলে না গেলেও জার্মানিতে থাকাকালীন তিনি প্রশিক্ষণ নিয়েছেন রোমান ক্রাসাইৎজকির কাছ থেকে। মাটি বা ক্লে, ফাইবার গ্লাস এবং ব্রোঞ্জের মতো ভিন্ন ভিন্ন মেটেরিয়াল নিয়ে কাজ করেন শিল্পী উমা রায়চৌধুরী। ভারত, ইউকে, জার্মানি এবং স্পেনের মতো দেশে বিভিন্ন মর্যাদাপূর্ণ প্রদর্শনীতে প্রদর্শিত হয় তাঁর কাজ।
advertisement
6/7
আবার কলকাতার শিল্পী সুতপা সেনগুপ্ত। তাঁর সৃজনশীলতার মূলেই রয়েছে বাস্তবজীবন। বিভিন্ন কৌশল এবং মেটেরিয়াল ব্যবহার করে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলিকে ফুটিয়ে তোলেন তিনি। যা আমাদের রোজকার জীবনের আবেগ-অনুভূতির সঙ্গে অনুরণিত হয়। শিল্পী সুতপা সেনগুপ্তর বিশ্বাস, অবিরাম নতুন নতুন উদ্ভাবনই সৃজনশীল অভিব্যক্তির নতুন পথ খুলে দেয়।
advertisement
7/7
এদিকে ছোটবেলা থেকেই বাবাকে দেখে আঁকার প্রতি ভালবাসা জন্মেছিল শিল্পী হিমাশিখা পালিতের। ক্রমে এই আঁকাই তাঁর জীবনে বন্ধু হয়ে উঠেছে। অ্যাক্রিলিক, চারকোল এবং সফট প্যাস্টেলের মতো একাধিক মিডিয়াম নিয়ে পরীক্ষানিরীক্ষা করেন তিনি। গোটা দেশে এখন বিভিন্ন সোলো এবং গ্রুপ একজিবিশনে প্রদর্শিত হয় হিমশিখার কাজ। এবার আসা যাক শিল্পী শর্মিষ্ঠা রায়চৌধুরীর কথায়। কালি বা ইঙ্ককে মিডিয়াম হিসেবে ব্যবহার করে নিজের শৈল্পিক অভিব্যক্তি ফুটিয়ে তোলেন কলকাতার এই শিল্পী। তাঁর কাজের অনুপ্রেরণার মূলে রয়েছে প্রকৃতি। আবার লোকশিল্পের উপরেও জোর দেন তিনি। বলাই বাহুল্য যে, নিজের অনন্য স্টাইল এবং আর্ট টেকনিকের প্রতি ডেডিকেটেড শিল্পী শর্মিষ্ঠা রায়চৌধুরী।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Urja: নারীত্বের সৌন্দর্য, শক্তি এবং উদ্যমের উদযাপন; কলকাতার বুকে অনুষ্ঠিত হচ্ছে এক অনন্য প্রদর্শনী - ‘উর্জা’
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল