Rathayatra 2023: সামনের সপ্তাহে উল্টোরথ কবে? আগামী বছর রথযাত্রা কবে শুরু? জানুন পুণ্যতিথির দিনক্ষণ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Rathayatra 2023: আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয় রথযাত্রা। তার আট দিন পর দশমী তিথি নির্ধারিত উল্টোরথ যাত্রার জন্য
advertisement
1/9

উল্টো রথযাত্রা পরিচিত বহুড়া যাত্রা নামে। রথযাত্রার পর গুন্ডিচা মন্দির থেকে ফের মূল মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রত্যাবর্তনই হল উল্টোরথের যাত্রা। মূল রথযাত্রার উল্টো পথে শোভাযাত্রা হয় বলে এর নাম ‘উল্টো রথ’।
advertisement
2/9
আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয় রথযাত্রা। তার আট দিন পর দশমী তিথি নির্ধারিত উল্টোরথ যাত্রার জন্য।
advertisement
3/9
এ বছর সোজা রথযাত্রা ছিল গত ২০ জুন, মঙ্গলবার। উল্টোরথ পালিত হবে আগামী ২৮ জুন, বুধবার।
advertisement
4/9
প্রচলিত সব রীতি রেওয়াজ পালন করে সেই তিথিতে তিন বিগ্রহ ফিরে আসেন পুরীর মন্দিরে। বলভদ্র এবং জগন্নাথদেবের মাঝে থাকে বোন সুভদ্রার রথ।
advertisement
5/9
সোজা রথ এবং উল্টো রথযাত্রার তিথির মধ্যে পালিত হয় ‘হেরা পঞ্চমী’ এবং ‘সন্ধ্যা দর্শন বা নবমী দর্শন’ পার্বণ।
advertisement
6/9
উল্টো রথযাত্রার পরে সুনাবেশ, আধার পানা এবং নীলাদ্রি বিজ পার্বণও গুরুত্বপূর্ণ।
advertisement
7/9
জগন্নাথদেবের রথ নন্দীঘোষে চাকার সংখ্যা ১৬। বলরামের রথ তালধ্বজে চাকা আছে ১৪ টি। সুভদ্রার রথ দর্পদলনের চাকা ১২ টি।
advertisement
8/9
উল্টো রথযাত্রার মধ্যে দিয়েই পুরীতে রথযাত্রা উৎসবের পরিসমাপ্তি ঘটে সে বছরের মতো৷ আগামী বছর রথযাত্রা পালিত হবে ৭ জুলাই, রবিবার৷
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rathayatra 2023: সামনের সপ্তাহে উল্টোরথ কবে? আগামী বছর রথযাত্রা কবে শুরু? জানুন পুণ্যতিথির দিনক্ষণ