TRENDING:

উইপোকার বংশ মুহূর্তে হবে নির্বংশ...! পেস্ট কন্ট্রোল লাগবে না, এক পাউডারেই জব্দ, তুড়িতে তাড়ান শত্রুদের, শিখে নিন টোটকা!

Last Updated:
Uipoka Remedy: উইপোকা। ছোট্ট এই পোকা চোখে দেখা যায় না তেমন, অথচ বাড়িতে একবার ঢুকলে এর বংশ ক্রমশ গিলে নিতে থাকে সবকিছু। ফার্নিচার, দরজা, জানালা, চেয়ার, টেবিল, ডেস্ক থেকে জামা-কাপড় সবকিছু একটু একটু করে গিলে ফেলে এই ছোট্ট ছোট্ট অদৃশ্য পোকার দল। কিন্তু হাজার পেস্ট কন্ট্রোল ডেকেও এদের বংশবৃদ্ধি কন্ট্রোল করা যায় না! তাহলে উপায়?
advertisement
1/13
উইপোকার বংশ মুহূর্তে হবে নির্বংশ...! পেস্ট কন্ট্রোল লাগবে না, এক পাউডারেই জব্দ!
উইপোকা, উই পোকা তাড়ানোর উপায়, উইপোকার বংশ মুহূর্তে হবে নির্বংশ, পেস্ট কন্ট্রোল লাগবে না, এক পাউডারেই জব্দ, তুড়িতে তাড়ান শত্রুদের, শিখে নিন টোটকা, আলমারি, দরজা, জানালায় উইপোকা, গিলে খাচ্ছে উইপোকা, পাউডার, বোরাক্স পাউডার দিয়ে উইপোকা তাড়ানোর উপায়, বাড়িময় ছড়াচ্ছে উইপোকা, টার্মাইটস, ঘরোয়া টোটকা, উইপোকা তাড়ানোর ঘরোয়া উপায়, উইপোকা তাড়ানোর কৌশল, পেস্ট কন্ট্রোল লাগবে না, কমলালেবুর তেল, অরেঞ্জ অয়েল, ভিনিগার, স্প্রে বোতলে ভরে দিন ভিনিগার, বোরাক্স পাউডার, উইপোকা তাড়ানোর সহজ টোটকা, উইপোকার অত্যাচার, বাড়িভর্তি উইপোকা, আসবাবে উইপোকা, দরজা জানালায় উইপোকা, ছড়িয়ে পড়ছে উইপোকা, উইপোকা, ঘরোয়া উপায়ে উইপোকা তাড়ান, ছোট্ট টোটকায় উইপোকা তাড়ানোর উপায়, উইপোকার উৎপাত, শীতকাল, বেডরুম ও রান্নাঘরের সমস্যা, ভারতীয় বাড়িতে উইপোকার সমস্যা, কী করে তাড়াবেন উইপোকা, কী উপায়ে উইপোকা থেকে মুক্তি, বাংলা নিউজ, বাংলা খবর
advertisement
2/13
উইপোকা। ছোট্ট এই পোকা চোখে দেখা যায় না তেমন, অথচ বাড়িতে একবার ঢুকলে এর বংশ ক্রমশ গিলে নিতে থাকে সবকিছু। ফার্নিচার, দরজা, জানালা, চেয়ার, টেবিল, ডেস্ক থেকে জামা-কাপড় সবকিছু একটু একটু করে গিলে ফেলে এই ছোট্ট ছোট্ট অদৃশ্য পোকার দল।
advertisement
3/13
এ যেন বাড়ির এক ভয়ঙ্কর শত্রু! তাই কাঠের আসবাবপত্র দিয়ে বাড়ি সাজালেই হল না, একইসঙ্গে বাড়ির এই সব ফার্নিচার সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা ও উইপোকার অত্যাচারের হাত থেকে বাঁচানোও জরুরি।
advertisement
4/13
নইলে মুহূর্তে উইপোকা গ্রাস করে নেবে সব ফার্নিচার। হাজার হাজার টাকা খরচ করে, পেস্ট কন্ট্রোল ডেকেও আর মুক্তি পাবেন না উইপোকার হাত থেকে। জানলে শিউরে উঠবেন যে এই সামান্য উইপোকাই কিন্তু আপনার গোটা বাড়ি ক্ষয় করে খালি করে দেওয়ার ক্ষমতা রাখে।
advertisement
5/13
তাই শুরু থেকেই প্রতিরোধ না করলে এর বিশাল প্রভাব পড়তে পারে আপনার সাজানো গোছানো বাড়ির কোণায় কোণায়। গ্রীষ্মকাল হোক বা শীতকাল, উইপোকার আক্রমণ সারা বছরই হতে পারে।
advertisement
6/13
ভারতের মতো দেশে মূলত উষ্ণ, আর্দ্র পরিবেশ হওয়ায় এই অনুকূল পরিবেশে উইপোকারা বেড়ে ওঠে। এরা মূলত বাড়ির নানা জায়গার কাঠ খেয়ে বেঁচে থাকে। কাঠের উপরের অংশে কোনও ছিদ্র থাকে না বলে প্রাথমিক পর্যায়ে তাদের শনাক্ত করাও কঠিন হয়। আর যতদিনে টের পাওয়া যায় তাদের অস্তিত্ব, ততদিনে গোটা বাড়িতে ছেয়ে যায় এই পোকার দল।
advertisement
7/13
উইপোকা অন্ধকার জায়গায় বাসা বাঁধে। বাইরে থেকে কাঠের উপর এদের কোনও চিহ্ন দেখা যায় না। তবে আপনি দেয়ালে এদের মাটির পাইপ, ঝরে পড়া ডানার গুচ্ছ ইত্যাদি দেখলে তার মাধ্যমে এদের বিস্তার মালুম করতে পারবেন। দেয়ালে থাকা মাটি দিয়ে তৈরি পাইপগুলিকে সাপোর্ট হিসেবে ব্যবহার করে উইপোকারা এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের সীমান্ত বাড়াতে থাকে।
advertisement
8/13
এই কারণেই আপনার বাড়ির কাঠের জিনিসপত্র ঘন ঘন পরীক্ষা করা উচিত। উইপোকা কাঠের ভেতরের অংশ নষ্ট করে এবং উপরের অংশ অক্ষত রাখে। অতএব, উপরের অংশটি ভাল আছে বলে উইপোকা আদৌ নেই এমনটা ধরে নেওয়ার পরিবর্তে, আপনার দরজা-জানালাগুলি পরীক্ষা করুন ভাল করে। যদি জানালা এবং দরজার কাছে প্রচুর পোকামাকড়ের ডানা থাকে, তাহলে নিশ্চিত থাকুন যে উইপোকাও আছে।
advertisement
9/13
উইপোকার লক্ষণ দেখা মাত্রই, এগুলি প্রতিরোধের জন্য আপনার কীটনাশক ব্যবহার করা উচিত। আপনার বাড়ির চারপাশের মাটিতে তরল রাসায়নিক স্প্রে করুন। এছাড়াও, আপনি পরিবেশ বান্ধব উপায়ে এর বিস্তার রোধ করতে পারেন।
advertisement
10/13
অরেঞ্জ অয়েল এবং ভিনিগারের মতো প্রাকৃতিক সমাধান এতে সাহায্য করতে পারে। জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে কাঠের জিনিসপত্রে স্প্রে করলে উইপোকার সমস্যা দূর হবে।
advertisement
11/13
বোরক্স পাউডার নিয়ে ২৫০ মিলি উষ্ণ জলের সঙ্গে মিশিয়ে উইপোকা আক্রান্ত আসবাবপত্রের উপর ছিটিয়ে দিন। এরপর আসবাবটি তিন দিন রোদে রেখে দিলে উইপোকা মরে যাবে। ছড়িয়ে পড়ার পরে ব্যবস্থা নেওয়ার চেয়ে আগাম সতর্কতা হিসেবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াই ভাল।
advertisement
12/13
ঘরের কোথাও যেন আর্দ্রতা না থাকে সেদিকে খেয়াল রাখুন। শুকনো কাপড় দিয়ে আসবাবপত্র মুছে রাখুন এবং যত্ন নিন। আসবাবপত্র পরীক্ষা করা অত্যন্ত জরুরি।
advertisement
13/13
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
উইপোকার বংশ মুহূর্তে হবে নির্বংশ...! পেস্ট কন্ট্রোল লাগবে না, এক পাউডারেই জব্দ, তুড়িতে তাড়ান শত্রুদের, শিখে নিন টোটকা!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল