Turmeric Tea: সকালে খান এক কাপ কাঁচা-হলুদ চা! সর্দি-কাশি-জ্বর পালাবে! শীতে থাকবেন সুস্থ!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Turmeric Tea: খুব সহজেই বানানো যায় এই চা! শীতকালের সব সমস্যা থেকে মুক্তি মিলবে!
advertisement
1/5

শীতে সর্দি কাশির সমস্যা? শীতের সমস্ত রোগ প্রকোপের হাত থেকে বাঁচতে বাড়িতে বানিয়ে ফেলুন হলুদ চা। গরম জলে চা পাতা ফুটিয়ে তাতে কাঁচা হলুদ, লবণ , ও মধু মিশিয়ে বানিয়ে ফেলুন এই কাঁচা হলুদের চা।
advertisement
2/5
এই কাঁচা হলুদের চা শুধু ক্যানসারের ঝুঁকি কমাবে, শুধু তাই নয়, এই হলুদ চা খাদ্যনালিকে ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে বাঁচায়।
advertisement
3/5
শীত পড়তেই শরীরের তাপমান কমতে থাকে। এই সময় হার্টের সমস্যা বেশি দেখা যায় কাঁচা হলুদের উপকরণ হার্টের জন্য বিশেষভাবে উপকারী। এটি হার্টের যে কোনও রোগকে দূরে রাখে।
advertisement
4/5
রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি কাঁচা হলুদের চা প্রাকৃতিক রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। শীতের শুরুতে অসুখ-বিসুখের প্রকোপ বেড়ে যায়। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এই সময়টা বেশ জটিলতা তৈরি করে। হলুদ-চাতে এই সব সম্যা দূরে থাকবে!
advertisement
5/5
শীতের এই সময়টায় ঠান্ডাজনিত সমস্যাগুলোই বেশি দেখা যায়। যেমন কাশি, অ্যাজমার প্রকোপ, সাময়িক জ্বর, কোল্ড অ্যালার্জি হয়ে থাকে। এ সময় বাতাসে ধুলাবালি বেশি থাকায় অনেকে অ্যালার্জি বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা যায়। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে রোজ পান করুন হলুদ চা আর দেখুন ম্যাজিক। (তথ্য: পিয়া গুপ্তা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Turmeric Tea: সকালে খান এক কাপ কাঁচা-হলুদ চা! সর্দি-কাশি-জ্বর পালাবে! শীতে থাকবেন সুস্থ!