TRENDING:

Gardening tips for Tulsi Plant: ছোট্ট কাজেই বাজিমাত! শত গরমেও শুকোবে না তুলসিগাছ

Last Updated:
Gardening tips for Tulsi Plant: অনেক সময়েই দেখা যায়, তুলসিগাছ ঠিকমতো বেড়ে উঠছে না। পল্লবিত হওয়ার বদলে শুকিয়ে যাচ্ছে। কিছু নিয়ম মানলেই তুলসিগাছ শুকিয়ে যাবে না। বছরভর সতেজ থাকবে।
advertisement
1/10
ছোট্ট কাজেই বাজিমাত! শত গরমেও শুকোবে না তুলসিগাছ, সতেজ সবুজ থাকবে বছরভর
তুলসিগাছ সাংসারিক ও আধ্যাত্মিক জীবনে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ।
advertisement
2/10
ভেষজ গুণ এবং আধ্যাত্মিক ক্ষেত্রে ভূমিকার জন্য গৃহস্থ বাড়িতে তুলসিগাছ থাকে আলো করে।
advertisement
3/10
কিন্তু অনেক সময়েই দেখা যায়, তুলসিগাছ ঠিকমতো বেড়ে উঠছে না। পল্লবিত হওয়ার বদলে শুকিয়ে যাচ্ছে।
advertisement
4/10
কিছু নিয়ম মানলেই তুলসিগাছ শুকিয়ে যাবে না। বছরভর সতেজ থাকবে।
advertisement
5/10
যাতে দিনভর পর্যাপ্ত সূর্যালোক পায়, এমন জায়গায় রাখুন তুলসিগাছ। দেখবেন এর গোড়ায় যেন জল না দাঁড়ায়।
advertisement
6/10
নিয়মিত জল দেবেন তুলসিগাছে। গাছের গোড়া আর্দ্র থাকবে কিন্তু জল জমবে না। যখনই তুলসিগাছের গোড়া শুকিয়ে যাবে, তখনই জল দেবেন।
advertisement
7/10
তুলসিগাছের প্রুনিং করতে ভুলবেন না। শুকনো পাতা ফেলে দিন। ছেঁটে ফেলুন শুকনো ডাল। কারণ এই গাছের শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে।
advertisement
8/10
চালের জল, আনাজপাতির খোসা জৈব সার হিসেবে দিন গাছে। রাসায়নিক সার ব্যবহার করবেন না।
advertisement
9/10
পোকামাকড়, কীটপতঙ্গের আক্রমণ থেকে মুক্ত রাখুন তুলসিগাছকে। নিমতেল স্প্রে করুন গাছে।
advertisement
10/10
তুলসিগাছের শিকড় দ্রুত বিস্তৃত হয়। তাই ছোট টবে কখনও এই গাছ পুঁতবেন না। বড় টব ব্যবহার করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gardening tips for Tulsi Plant: ছোট্ট কাজেই বাজিমাত! শত গরমেও শুকোবে না তুলসিগাছ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল