TRENDING:

Truth About Egg: গাঢ় না হালকা...? কোন ডিমের কুসুম বেশি স্বাস্থ্যকর? কেনার আগে সত্যিটা জানুন!

Last Updated:
Truth About Egg Yolk: আপনি কি জানেন কোন রঙের ডিমের কুসুমে কতটা পুষ্টিগুণ রয়েছে? কোনটি খাওয়া আপনার জন্য বেশি উপকার?
advertisement
1/10
গাঢ় না হালকা...? কোন ডিমের কুসুম বেশি স্বাস্থ্যকর? কেনার আগে সত্যিটা জানুন!
আমরা প্রায়ই দেখি ডিম ভেদে বদলে যায় কুসুমের রং। কোনও কোনও ডিমের কুসুম হয় ধূসর বা সাদাটে, আবার কোনওটির হলদে, কমলা বা বেশি লালচে। আপনি কি জানেন কোন রঙের ডিমের কুসুমে কতটা পুষ্টিগুণ রয়েছে? কোনটি খাওয়া আপনার জন্য বেশি উপকার?
advertisement
2/10
অনেকেরই ধারণা, কুসুমের রং যত গাঢ় হয়, ওই ডিম তত স্বাস্থ্যকর, খেলে তত উপকার। কিন্তু এই কথাটি কি সত্যিই ঠিক?
advertisement
3/10
সম্প্রতি ডিম নিয়ে নিজেদের গবেষণার কথা জানিয়েছেন, আমেরিকার ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)-এর গবেষকরা। তাঁরা জানিয়েছেন, একটি ৫০ গ্রাম ওজনের ডিমে ৭২ ক্যালরি ও ৪ দশমিক ৭৫ গ্রাম ফ্যাট থাকে।
advertisement
4/10
এবার আসা যাক, রঙের প্রশ্নে। বিজ্ঞানীরা বলছেন, ডিমের কুসুমের রং নির্ভর করে মুরগির খাবারের উপর। কুসুমের রং কমলা হয় ক্যারোটিনয়েড নামের এক রকম রাসায়নিকের প্রভাবে।
advertisement
5/10
তাহলে কেন কোনও কোনও ডিমের কুসুম সাদা আর কোনও কোনও ডিমের কুসম হলুদ বা কমলা হয়? বিশেষজ্ঞদের মতে, "যে সমস্ত মুরগি খোলা জায়গায় যত বেশি ঘুরে বেড়ানোর সুযোগ পাবে, তার ডিম ততই গাঢ় রঙের হবে।"
advertisement
6/10
এছাড়া বেশ কিছু খামারে ক্যারোটিনয়েড সমৃদ্ধ খাবার দেওয়া হয় মুরগিকে। এর মধ্যে রয়েছে লাল বেল পেপার। যার প্রভাবে ওই সব মুরগির ডিমের কুসুমের রং কমলা হয়।
advertisement
7/10
বিজ্ঞানীদের মতে, দু’টি কারণে কুসুমের রং গাঢ় হতে পারে। প্রথমত, যদি মুরগিটি খোলা জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ পায় এবং প্রাকৃতিক খাবার থেকে পুষ্টি পায় তাহলে, দ্বিতীয়টি হল, যদি মুরগিটিকে বিশেষ ধরনের খাবার খাওয়ানো হয় তাহলে।
advertisement
8/10
গবেষণায় দেখা গিয়েছে, খামার বা পোলট্রির মুরগির চেয়ে প্রাকৃতিক উপায়ে পুষ্টিকর খাবার খুঁজে খাওয়া মুরগির ডিমে ভিটামিন ই, ভিটামিন এ আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে। এই সমস্ত ডিমের রং অপেক্ষাকৃত গাঢ় হয়।
advertisement
9/10
কিন্তু দুই ধরনের রঙের ডিমে পুষ্টিগুণের পার্থক্য কতটা? গবেষণা বলছে, কুসুমের খাদ্যগুণ বা পুষ্টিগুণে খুব একটা পার্থক্য কিন্তু এক্ষেত্রে হয় না।
advertisement
10/10
বিশেষজ্ঞদের দাবি, সাদা ও লাল ডিমে পুষ্টিগুণের পরিমাণ কিন্তু প্রায় একই। এ কারণে লাল বা সাদা যাই হোক না কেন দু’ধরনের ডিমই স্বাস্থ্যের জন্য সমান উপকারী। তাই বেশি দাম দিয়ে লাল কুসুম-যুক্ত ডিম কেনার যৌক্তিকতা আছে কিনা সে প্রশ্ন থাকছেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Truth About Egg: গাঢ় না হালকা...? কোন ডিমের কুসুম বেশি স্বাস্থ্যকর? কেনার আগে সত্যিটা জানুন!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল