Travel: কলকাতা থেকে এক বাসেই পৌঁছে যান স্বর্গে! ঠিক যেন নিউজিল্যান্ড! সস্তায় থাকা-খাওয়া! জানুন বিস্তারিত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Travel: বাসে করে সহজেই যাওয়া যায় এই ছোট্ট স্বর্গে! কলকাতা থেকে খুব দূরে নয়! একবার গেলে ফিরতে মন চাইবে না! জানুন কোথায়, কীভাবে যাবেন! থাকা-খাওয়া-হোটেল সম্পর্কে জানুন
advertisement
1/6

বাঁকুড়ার জঙ্গলমহলে একটি লুকানো জায়গা। শীত শেষের আগে ঘুরে না এলে চরম মিস।
advertisement
2/6
জঙ্গলমহলের গভীর জঙ্গলে ঘেরা শাল মহুয়ার মাঝখানে ছোট্ট একটা জলাধার।
advertisement
3/6
এই জলাধারে পাবেন মনের প্রশান্তি। দৈনন্দিন রুটিনের বাইরে আসবে বাঁকুড়ার স্নিগ্ধতা।
advertisement
4/6
বাঁকুড়া শহর থেকে ঝিলিমিলির দূরত্ব ৭০ কিলোমিটার, মুকুটমণিপুর থেকে ৪৫ কিলোমিটার। ঝিলিমিলি থেকে সোজা চলে আসতে হবে, রাইতারা গ্রাম। সেই গ্রামের পাশেই রয়েছে বিশাল একটি জঙ্গল বেষ্টিত জলাধার, নাম তালবেড়িয়া।
advertisement
5/6
মাঝখানে নীল জলরাশি, পরিষ্কার আকাশের ঝকঝকে রোদ যখন প্রতিফলন হচ্ছে তখন মনে হচ্ছে পৌঁছে গেছেন নিউজিল্যান্ডের কোনও এক নাম না জানা জায়গায়।
advertisement
6/6
বাঁকুড়া শহর থেকে ঝিলিমিলি চলে আসা যায় সহজেই। ঝাড়গ্রাম থেকে বিনপুর, শিলদা, বেলপাহাড়ি হয়ে পৌঁছে যাওয়া যায় ঝিলিমিলি। দূরত্ব ৭০ কিলোমিটার। কলকাতা থেকে ঝিলিমিলি আসার নাইট সার্ভিস বাস আছে। মুকুটমণিপুর থেকেও দিনের দিন তালবেড়িয়া বেড়িয়ে আসা যায়। চাইলে ঝিলিমিলিতে থেকে যাওয়া যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel: কলকাতা থেকে এক বাসেই পৌঁছে যান স্বর্গে! ঠিক যেন নিউজিল্যান্ড! সস্তায় থাকা-খাওয়া! জানুন বিস্তারিত