TRENDING:

Travel News: জোনাকির আলোয় আলোকিত পাহাড়! এখানে সাইকেল চালিয়েও ঘোরা যায়! জানুন ঠিকানা

Last Updated:
Travel News: পাহাড় তো অনেক গেছেন! কিন্তু উত্তরবঙ্গের এই পাহাড়ি এলাকা আপনার মন জয় করে নেবে! খুব সস্তায় ঘুরে আসুন
advertisement
1/6
জোনাকির আলোয় আলোকিত পাহাড়! এখানে সাইকেল চালিয়েও ঘোরা যায়! জানুন ঠিকানা
একঘেয়ে জীবন থেকে একটু নির্জনে সময় কাটানোর সেরা ঠিকানার খোঁজ রইল প্রতিবেদনে। শহরের কোলাহল আর ব্যস্ততম কাজের রুটিনের মাঝে চলে যেতেই পারেন ক্লান্তি সাফ করে বুক ভরা তাজা বাতাস নিতে। কালিম্পংয়ের তিন্ধুরা গ্রাম এক্কেবারেই একটি অফবিট পর্যটন কেন্দ্র। পাহাড় ও উপত্যকা জুড়ে অরণ্যের সৌন্দর্য।
advertisement
2/6
চেনা অচেনা পাখির ডাকে,  আনাগোনায় প্রকৃতির সঙ্গে মিলিয়ে যেতে মন চায়।  প্রকৃতির এই ছোট্ট স্বর্গ টি নেওরা ভ্যালি অভয়ারণ্যের মধ্যে অবস্থিত। ঘন সবুজ অরণ্য এবং ভোরের কুয়াশা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।
advertisement
3/6
সন্ধে নামলে এ যেন এক অপরূপ দৃশ্য। মনে হয় অসংখ্য জোনাকি দীপ জ্বালিয়ে রেখেছে পাহাড় চুড়োয়। রুমের ব্যালকনিতে বসে বসেই সময় কাটিয়ে দেওয়া যায় সারাটা দিন।
advertisement
4/6
আশেপাশের সমাবিয়ং অর্গানিক টি গার্ডেন,  লোলেগাঁও ভিউ পয়েন্ট, লাভা মনেস্ট্রি, ছাঙ্গে জলপ্রপাত, ঝান্ডি দাড়া, চারখোল, পাবং, হানুমান টপ, ডেলো পার্ক -ইত্যাদি সবই দিনে দিনেই ঘুরে আসা যায়।
advertisement
5/6
রোমাঞ্চকর কার্যকলাপ করতে চাইলে রয়েছে সেই ব্যবস্থাও। তিন্ধুরে গ্রাম থেকে নিকটবর্তী বিভিন্ন ট্রেইলে ট্রেকিং করার সুযোগ রয়েছে। ধৌলি নদী কিংবা অন্য নদের তীরে নৌকায় চড়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করতে পারেন। পাহাড়ি রাস্তা ধরে সাইক্লিং করাও একটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার।
advertisement
6/6
কীভাবে পৌছবেন? কোথায় থাকবেন? কুয়াশা ও মেঘে ঢাকা পাইন গাছে ঘেরা এই ছোট্ট গ্রামটি শিলিগুড়ি থেকে ৮৫ কিলোমিটার দূরে। শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে সেবক ব্রিজ পেরিয়ে ডামডিম-গরুবাথান হয়েও আসা যায় এই গ্ৰামে। থাকা খাওয়ার জন্য রয়েছে ছোট ছোট হোম স্টে/ গেস্ট হাউস। পাহাড়ি খাওয়া দাওয়া এবং আতিথিয়তা মুগ্ধ করবেই। প্রকৃতির সান্নিধ্য পেতে হলে একবার আসতেই পারেন তিন্ধুরা ভিলেজে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel News: জোনাকির আলোয় আলোকিত পাহাড়! এখানে সাইকেল চালিয়েও ঘোরা যায়! জানুন ঠিকানা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল