Travel: ছবির মতো সুন্দর! ঘুরে দেখুন বাংলার রোম! বিষ্ণুপুরের এই জায়গা মিস করবেন না
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Travel: বিষ্ণুপুরের এই জায়গায় গেলে ফিরতে মন চাইবে না! জানুন কীভাবে যাবেন, কোথায় থাকবেন! রইল বিস্তারিত
advertisement
1/6

শীতের দাপট বেশ ভালই বাঁকুড়ায়! ঘুরে দেখুন মন্দির নগরী বিষ্ণুপুর। কোথায় শুরু করবেন রইল তথ্য
advertisement
2/6
প্রথমে চলে আসুন বিষ্ণুপুরের আইডেন্টিটির রাসমঞ্চে। কুড়ি টাকা অনলাইন কিংবা অফলাইনে ২৫ টাকা দিয়ে কেটে ফেলুন টিকিট, দরকার পড়লে সাড়ে চারশ টাকা দিয়ে নিয়ে নিন গাইড।
advertisement
3/6
এরপর চলে আসুন শ্যামরায় মন্দির। দুর্দান্ত কারুকার্য, দেখলে মন মোহিত হয়ে যাবে।
advertisement
4/6
শ্যাম রাই মন্দির থেকে ১০০ মিটার দূরে রয়েছে জোর বাংলা মন্দির। দুই বাংলার মেলবন্ধন খুঁজে পাবেন এখানে।
advertisement
5/6
এরপর দেখে নিন মল্ল রাজত্বে ঢোকার মূল তোরণ, গড় দরজা। জলের পরিখা দিয়ে ঘেরা ছিল দরজা।
advertisement
6/6
হাতে সময় থাকলে চলে আসুন দলমাদল কামান দেখতে। এই কামান একাই রুখে দিয়েছিল বর্গীদের।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel: ছবির মতো সুন্দর! ঘুরে দেখুন বাংলার রোম! বিষ্ণুপুরের এই জায়গা মিস করবেন না