Travel Destination: জঙ্গলমহলে এবার দ্বিগুণ মজা, সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটানোর সেরা জায়গা, ছুটিতে ঢুঁ মারুন
- Reported by:Buddhadev Bera
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Travel Destination: পর্যটকদের জন্য খুশির খবর। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের বুকে সন্ধান পাওয়া গিয়েছে আরও একটি নতুন খোয়াব গাঁ এর। ভিড় জমাচ্ছে পর্যটকরা।
advertisement
1/6

পর্যটকদের জন্য খুশির খবর। জঙ্গলমহলে বেড়ানোর নতুন ঠিকানার হদিশ পাওয়া গেল অরণ্য সুন্দরীর বুকে। ছোট্ট একটি গ্রামকে দেয়াল জুড়ে নানা পটচিত্রের মাধ্যমে পর্যটকদের জন্য সাজিয়ে তোলা হয়েছে। আর গ্রামের নাম দেওয়া হয়েছে খোয়াব গাঁ ।
advertisement
2/6
পর্যটকদের কাছে সুপরিচিত হয়ে রয়েছে লালবাজার গ্রাম। রাধানগর গ্রাম পঞ্চায়েতের লালবাজার গ্রামে ২০১৭ সাল থেকে দেওয়াল জুড়ে পট চিত্রের মাধ্যমে সাজিয়ে তোলা হয়। তখন থেকেই এই গ্রামটি খোয়াব গাঁ নামেই সকলে কাছে পরিচিত। কিন্তু এবার আরও একটি নতুন খোয়াব গাঁ-এর সন্ধান পাওয়া গিয়েছে।
advertisement
3/6
ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাড়গ্রাম শহর লাগুয়া কন্যাডুবা গ্রামের একটি লোধা শবর পাড়াকে চালচিত্র অ্যাকাডেমির পক্ষ থেকে দেওয়াল জুড়ে নানা পটচিত্র আঁকার মধ্যমে সাজিয়ে তুলেছে। দেওয়াল জুড়ে পট চিত্র আঁকতে হাত লাগাই গ্রামের মানুষজনও। বদলে যায় গ্রামের চেহারা।
advertisement
4/6
গ্রামে দেওয়াল জুড়ে আঁকা রয়েছে নানা জীবজন্তু থেকে শুরু করে পশু পাখির চিত্র। স্থান পেয়েছে জঙ্গলমহলের আদিবাসী জনজাতি সম্প্রদায়ের জীবন জীবিকার নানা চিত্র। ফুটিয়ে তোলা হয়েছে জঙ্গলমহলের নানা ঐতিহ্যবাহী সংস্কৃতিকেও।
advertisement
5/6
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের ভূমিপুত্র মৃণাল মন্ডল তার সংস্থা চালচিত্র অ্যাকাডেমি এই উদ্যোগ গ্রহণ করেছে দীর্ঘদিন ধরে। তাদের লক্ষ্য পিছিয়ে পড়া গ্রামগুলিকে নানা প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলা। গ্রামগুলিকে সাজিয়ে তোলার পাশাপাশি গ্রামের মানুষদেরও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলছে মৃণাল ও তাঁর সহযোগীরা।
advertisement
6/6
পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা হল ঝাড়গ্রাম। পর্যটকের ঢল নামে ঝাড়গ্রামে। পর্যটকদের কাছে বাড়তি পাওনা হয়ে উঠেছে এই নতুন খোয়াব গাঁ। অরণ্য সুন্দরী সবুজ শাল জঙ্গল ও পাহাড়ের স্বাদ নেওয়ার পাশাপাশি পর্যটকরা ভিড় জমাচ্ছে নতুন খোয়াব গাঁ তে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel Destination: জঙ্গলমহলে এবার দ্বিগুণ মজা, সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটানোর সেরা জায়গা, ছুটিতে ঢুঁ মারুন