Countries open for Indian Tourists: করোনা আবহেও মিলছে ট্যুরিস্ট ভিসা! এই দেশগুলি খোলা রয়েছে ভারতীয়দের জন্য, দেখে নিন তালিকা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Countries open for Indian tourists: ট্যুরিস্ট ভিসা পাওয়াই এখন ভারতীয়দের কাছে অত্যন্ত কঠিন টাস্ক ৷ তবে এর মধ্যেও বেশ কয়েকটি দেশে শুধুমাত্র ট্যুরিজমের উদ্দেশে যেতে পারেন ভারতীয়রা ৷
advertisement
1/9

কোভিড আবহে গত প্রায় দেড় বছর ধরে বিদেশে ট্রাভেল করা এখন প্রায় স্বপ্নের মতো ৷ বিশেষ করে পর্যটকদের জন্য ৷ ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর এই কড়াকড়ি আরোই বাড়িয়েছে বিশ্বের অধিকাংশ দেশই ৷ ট্যুরিস্ট ভিসা পাওয়াই এখন ভারতীয়দের কাছে অত্যন্ত কঠিন টাস্ক ৷ তবে এর মধ্যেও বেশ কয়েকটি দেশে শুধুমাত্র ট্যুরিজমের উদ্দেশে যেতে পারেন ভারতীয়রা ৷ দেখে নিন সেই দেশগুলির তালিকা ৷ Representational Image
advertisement
2/9
১. রাশিয়া- বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া ৷ একবারে এই দেশ পুরোটা ঘোরা কোনও পর্যটকের পক্ষেই সম্ভব নয় ৷ তবে ভারতীয় পর্যটকদের জন্য ভাল খবর ৷ রাশিয়া ট্যুরিস্ট ভিসা এখনও খোলা রেখেছে ভারতীয়দের জন্য ৷ তাই এই জুন-জুলাইয়ে মনোরম আবহাওয়ায় রাশিয়া ঘুরে বেড়ানোর দারুণ সুযোগ ৷ রাশিয়ার বিমানে চড়ার আগে যাত্রীদের কোভিডের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামূলক ৷ সেই রিপোর্ট রাশিয়ায় প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে ৷ দিল্লি থেকে মস্কো আসা-যাওয়ার বিমানে খরচও সাধ্যের মধ্যেই ৷
advertisement
3/9
২. সার্বিয়া- করোনা আবহেও ভারতীয় পর্যটকদের জন্য খোলা রয়েছে সার্বিয়া ৷ তবে ভারত থেকে বিমান সংখ্যা সে দেশে প্রায় নেই বললেই চলে ৷ একমাত্র উপায় মুম্বই থেকে বেলগ্রেড পর্যন্ত কেএলএম এবং লুফথানসার বিমান ৷ প্লেনে ওঠার আগে কোভিডের নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট যাত্রীদের দেখানো বাধ্যতামূলক ৷ মুম্বই থেকে বেলগ্রেড পর্যন্ত আসা-যাওয়ার খরচ ৪৬ হাজার টাকা ৷
advertisement
4/9
৩. আইসল্যান্ড- KFT নামের একটি ট্রাভেল সংস্থা মুম্বই থেকে রেইকিয়াভিক পর্যন্ত যাদের কোভিড ভ্যাকসিনের দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে, তাদের আইসল্যান্ড ঘোরার সুযোগ করে দিচ্ছে ৷ তবে এই করোনা আবহে শেনগেন ভিসা পাওয়াটা একটু কঠিনই ৷ তবে অসম্ভব নয় ৷ বাজেট যদি একটু বেশি হয়, তাহলে আইসল্যান্ডে ঘুরে আসার প্ল্যান করতেই পারেন ৷ তবে মুম্বই থেকে আইসল্যান্ডের রেইকিয়াভিক পর্যন্ত বিমান ভাড়া অত্যন্ত বেশি ৷
advertisement
5/9
৪. রুয়ান্ডা- আফ্রিকার এই দেশ কিন্তু পর্যটকদের জন্য দারুণ ৷ অনেক সুন্দর সুন্দর বেড়ানোর জায়গা রয়েছে রুয়ান্ডায় ৷ যার মধ্যে ভলক্যানো ন্যাশনাল পার্কে ট্রেকিং, কিগালি জেনোসাইড মেমোরিয়াল, নুংওয়ে ফরেস্ট ন্যাশনাল পার্ক ইত্যাদি অনেক জায়গাই রয়েছে ৷ রুয়ান্ডায় যাত্রার আগে কোভিড নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখার পাশাপাশি সে দেশে পৌঁছেও কোভিড টেস্ট করতে হবে ৷ থাকতে হবে রুয়ান্ডা সরকারের দেওয়া হোটেলের তালিকা অনুযায়ী হোটেলগুলিতেই ৷
advertisement
6/9
৫. উজবেকিস্তান- সিআইএস ভিসা রয়েছে এমন সব ভারতীয়রাই উজবেকিস্তান ট্রাভেল করতে পারবেন ৷ তাশকন্দ, সমরকন্দ, বুখারার মতো অসাধারণ শহরগুলি ঘুরে দেখার এবার দারুণ সুযোগ ৷ কোভিড নেগেটিভ রিপোর্টের পাশাপাশি উজবেকিস্তানে পৌঁছে ১৪ দিনের সেলফ-আইসোলেশনেও থাকতে হবে পর্যটকদের ৷
advertisement
7/9
৬. মিশর- ভারত থেকে মিশর যাওয়ার বিমান সংখ্যা আগের তুলনায় এখন অনেকটাই কমে গেলেও ট্যুরিস্ট ভিসা ওই দেশের এখনও পাওয়া যাচ্ছে ৷ হেলথ ডিক্লারেশন ফর্ম ভর্তির পাশাপাশি আরটিপিসআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে মিশর পৌঁছে ৷
advertisement
8/9
৭. ইথিওপিয়া- ভারতীয়দের জন্য খোলা রয়েছে এই দেশ ৷ মিলছে ভিসাও ৷ কোভিড নেগেটিভ আরটিপিসিআর টেস্টের রিপোর্ট সঙ্গে থাকা বাধ্যতামূলক ৷ ইথিওপিয়া পৌছনোর ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে ওই পরীক্ষার রিপোর্ট ৷
advertisement
9/9
৮. আফগানিস্তান- কোভিড আবহেও ভারতীয় পর্যটকদের সে দেশে যাওয়ার অনুমতি দিচ্ছে আফগানিস্তান ৷ সে দেশের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও পর্যটকদের দেখার জন্য অনেক জায়গাই রয়েছে ৷ কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে না থাকলেও হবে ৷ তবে আফগানিস্তানে পৌঁছে ১৪ দিনের সেলফ-কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে পর্যটকদের ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Countries open for Indian Tourists: করোনা আবহেও মিলছে ট্যুরিস্ট ভিসা! এই দেশগুলি খোলা রয়েছে ভারতীয়দের জন্য, দেখে নিন তালিকা